shono
Advertisement
Dhurandhar Songs

মনে ভারত বিদ্বেষ! তবুও পাকিস্তানের বিয়ে বাড়ি মাতাচ্ছে 'ধুরন্ধুর'-এর গান, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয় নেটবাসিন্দাদের তুমুল হইচই!
Published By: Sandipta BhanjaPosted: 09:20 PM Dec 10, 2025Updated: 09:20 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতাকে সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে 'ধুরন্ধর'। পয়লা দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। যে বিজয়রথ এখনও অব্যাহত। জাতীয়স্তরের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও রমরমিয়ে ব্যবসা করছে 'ধুরন্ধুর'। যে বলিউড সিনেমা নিয়ে বর্তমানে পাকিস্তান এবং বালোচিস্তানেও জোর চর্চা। এবার পাকিস্তানের এক বিয়ে বাড়ি থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয় নেটবাসিন্দাদের তুমুল হইচই!

Advertisement

ঠিক কী ঘটেছে? ভাইরাল ভিডিওতে দেখা গেল, পাকিস্তানের এক বিয়ে বাড়ির আসর জমে উঠেছে 'ধুরন্ধর'-এর গানে। সিনেমার টাইটেল ট্র্যাকে পা মেলাচ্ছেন প্রতিবেশী দেশের লোকেরা। সকলের পরনে কালো রং মিলান্তি পোশাক। তবে সবথেকে বেশি নজর কাড়ল তাঁদের কোরিওগ্রাফড নৃত্যশৈলী। যা দেখে নেটবাসিন্দাদের মত, 'আদা-জল খেয়ে প্র্যাকটিসে না নামলে এমন সুসংগঠিত নাচ সম্ভব নয়।' একাংশ আবার কটাক্ষ করে বলছেন, 'মনে ভারত বিদ্বেষ থাকলে কী হবে? ভারতীয় সিনেইন্ডাস্ট্রির নাচ-গানে এরা বরাবর মজে থাকে।' সবমিলিয়ে পাকিস্তানের ওই বিয়েবাড়ির ভিডিও বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে।

আসলে পয়লা দিন থেকেই সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, ততোধিক চর্চায় ‘ধুরন্ধর’-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। এছাড়াও এই সিনেমায় প্রতিটা দৃশ্যের সঙ্গে সাযুজ্য বজায় রেখে জনপ্রিয় পুরনো গানগুলি যেভাবে রিমেকের মোড়কে পরিবেশন করা হয়েছে, সেটাও বহুল প্রশংসিত হচ্ছে। এমন আবহেই প্রকাশ্যে এল পাকিস্তানের ওই বিয়ে বাড়ির ভিডিও। শেষপাতে উল্লেখ্য, 'ধুরন্ধুর' ইতিমধ্যেই গোটা বিশ্বে ২২৩ কোটির ব্যবসা করে ফেলেছে মাত্র পাঁচ দিনে। আর জাতীয়স্তরে সেই অঙ্ক দেড়শো কোটির গণ্ডি ছাড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ধুরন্ধুর' নিয়ে বর্তমানে পাকিস্তান এবং বালোচিস্তানেও জোর চর্চা।
  • এবার পাকিস্তানের এক বিয়ে বাড়ি থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয় নেটবাসিন্দাদের তুমুল হইচই!
Advertisement