shono
Advertisement
Aamir Khan

বয়স সংখ্যামাত্র! বলিউডে ডেবিউ আমিরের নবতিপর মায়ের

কোন সিনেমায় অভিষেক হতে চলেছে তাঁর?
Published By: Sayani SenPosted: 02:21 PM Jun 08, 2025Updated: 02:21 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সংখ্যামাত্র! ইচ্ছা থাকলে যেকোনও বয়সে যেকোনও কাজ করা যায়। তা প্রমাণ করলেন আমির খানের মা। কারণ, ৯০ বছর বয়সে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। আমির নিজেই জানিয়েছেন, 'সিতারে জমিন পর' ছবিতে ডেবিউ করবেন তাঁর মা।

Advertisement

বুধবার গ্রুপ ইন্টারভিউতে অংশ নেন আমির। সেখানে সকলকে চমকে দিয়ে একথা জানান অভিনেতা। বলেন, তাঁর আগামী ছবি 'সিতারে জমিন পর' ছবিতে ডেবিউ করতে চলেছেন নবতিপর মা। তিনি জানান, "সাধারণত মা কখনও কোনও ছবির শুটিংয়ে যেতে চাননি। সুতরাং আমার মায়ের অনুভূতি সম্পর্কে কিছুই জানা ছিল না। কিন্তু গানের শুটিংয়ের দিন মা ফোন করে বললেন কোথায় শুটিং হচ্ছে? আমাকেও নিয়ে যেতে হবে আজ। আমি বললাম এসো। গাড়ি পাঠিয়ে দিলাম। বোনও এল মাকে নিয়ে যাওয়ার জন্য। মা হুইলচেয়ারে আসে। ওটা ছিল একটা বিয়ের গানের দৃশ্য। আমাদের শুটিং দেখে খুবই খুশি হয়েছিলেন।"

দর্শক থেকে ঠিক কীভাবে 'সিতারে জমিন পর' ছবির অভিনেত্রী হয়ে ওঠেন আমিরের মা, তা স্পষ্ট করেন অভিনেতা। বলেন, "ছবির পরিচালক আমার কাছে আসেন। বলেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনার মাকে শট দিতে বলা যায়? এটাই ছবির শেষ গান। কোনও বিয়ের অনুষ্ঠানের গান। তিনি অনায়াসে একজন অতিথি হিসাবে অভিনয় করতেই পারেন। এই প্রস্তাব আমার কাছে ছিল অত্যন্ত আবেগ। আমি রাজি হয়ে যাই। ভেবেছিলাম মা-ও আমার ছবির অংশ হোন।" উত্তরে পরিচালককে আমির বলেন, "তুমি পাগল নাকি? ছবিতে কাজ করার কথা বলার সাহস নেই আমার। উনি খুব জেদি। কোনও কথাই শুনতে চান না। সময় নষ্ট কোরো না। প্রসন্ন তা সত্ত্বেও বারবার একই অনুরোধ করতে থাকেন। তাই মাকে বলি প্রসন্ন একজন অতিথির ভূমিকায় অভিনয় করতে বলছেন তোমাকে।"

সঙ্গে সঙ্গেই নাকি রাজি হয়ে যান আমিরের মা। উত্তর শুনে কার্যত তাজ্জব হয়ে যান মিস্টার পারফেকশনিস্ট। এই ছবিতে শুধু আমিরের মা নন, তাঁর বোন নিখাতকেও দেখা যাবে। বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন তিনি। বলে রাখা ভালো, 'তারে জমিন পর'-এর মতো অন্য ধারার ছবি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। 'সিতারে জমিন পর' ছবির প্রতিও আগ্রহ কম নেই অনুরাগীদের। বক্স অফিসে একইরকমভাবে সাফল্য পায় কিনা, তার উত্তর পেতে অবশ্য সময় লাগবে বেশ কয়েকদিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডে ডেবিউ আমিরের নবতিপর মায়ের।
  • আমির নিজেই জানিয়েছেন, 'সিতারে জমিন পর' ছবিতে ডেবিউ করবেন তাঁর মা।
  • এই ছবিতে শুধু আমিরের মা নন, তাঁর বোন নিখাতকেও দেখা যাবে।
Advertisement