সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুম্বন দিবসে চর্চার শিরোনামে উদিত নারায়ণ (Udit Narayan)। কারণ যদিও আলাদা করে আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝে তরুণীদের ঠোঁটঠাসা চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণ নিয়ে উত্তাল হয়েছিল দেশ। নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। এমনকী এখনও পর্যন্ত সেই রেশ থামেনি! অনেকে গায়ককে তাঁর বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। সেই চলতি আবহেই চুম্বন দিবসে উদিত স্মরণে জীতু কমল (Jeetu Kamal)।
বর্ষীয়াণ শিল্পীর হাসিমুখের ছবি শেয়ার করে ক্যাপশনে কতিপয় শব্দে চুমু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। শুধু লেখা 'হ্যাপি কিস ডে'। ব্যস, জীতু কমলের এই একটি পোস্টেই নেটপাড়ায় হাসির রোল! তাঁর রসিক পোস্টে মজেছে নেটপাড়া। একাংশ আবার জীতুর পোস্টের কমেন্ট বক্সে 'চুম্বন লেজেন্ড' ইমরান হাসমির কথা মনে করিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার উদিতের ছবি দেখে হেসে গড়িয়েছেন। কারও বা জীতুকে বাহবা- 'চুম্বন দিবসের জন্য একেবারে উপযুক্ত।' সবমিলিয়ে 'সুপারহিট' সেই পোস্ট।
চুম্বনকাণ্ডের জেরেই নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী। ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, 'টিপ টিপ বরসা পানি।' দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি! শোনা যায়, অতীতে নাকি মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অতর্কীতে কখনও অলকা ইয়াগনিক আবার কখনও বা শ্রেয়া ঘোষালকে অতর্কীতে চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। সেসব 'কেচ্ছা-দৃশ্য'ও বর্তমানে নেটপাড়ার আতসকাচের তলায়। সেই আবহেই চুমু দিবসে মজাচ্ছলে উদিত নারায়ণের ছবি পোস্ট করলেন জীতু কমল। অভিনেতা বর্তমানে 'তোমাকে ভালোবাসি' ধারাবাহিক নিয়ে ব্যস্ত। যেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। প্রোমো প্রকাশ্যে আসতেই প্রশংসা কুড়িয়েছে তাঁদের অসমবয়সি প্রেমের ঝলক।
