সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে ৩ কোটি টাকা! অরিজিৎ সিংয়ের পারিশ্রমিকে 'হতবাক' হয়ে মুখ খুলেছিলেন বাবুল সুপ্রিয়। গায়ক বলেছিলেন, "বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে...।" বাবুলের এহেন মন্তব্য নিয়ে 'দ্বিবিভক্ত' নেটপাড়া। কেউ সমর্থন করেছেন, অনেকেই আবার অরিজিতের গানের বাজারমূল্যের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁকে। এককথায়, সংশ্লিষ্ট ইস্যুতে সরগরম নেটপাড়া। সেই বিতর্কযজ্ঞেই এবার ঘৃতাহূতি পড়ল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে।

অরিজিৎ সিং। বিশ্বজোড়া খ্যাতি যাঁর। যে বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা। এত বড়মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি যিনি, তাই তো তাঁর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীতজগতের তাবড় শিল্পীরা। স্বাভাবিকভাবেই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) পারিশ্রমিক দেশের আর পাঁচজন শিল্পীর তুলনায় অনেক বেশি। তবে এবার হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তাঁর তরফে যে পারিশ্রমিক দাবি করা হয়েছিল, তা শুনে কার্যত হতবাক হয়ে যান বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি বলেন, "রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি। সেরকমই জীবনযাপনে অভ্যস্ত ও। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে। যখন আমরা সকলেই তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছি।" সংশ্লিষ্ট ইস্যুতে রাহুল অরুণোদয় এবার নামোল্লেখ না করেই বাবুল সুপ্রিয়কে বিঁধে মন্তব্য করলেন।
ফেসবুক পোস্টে রাহুল লেখেন, 'বলছি,রবীন্দ্রসঙ্গীত তো অনেকেই গাইতে পারেন,অরিজিৎ সিংয়ের কাছে গেলেন কেন? কারণ তিনি অরিজিৎ সিং। সে গাইলে আসমুদ্রহিমাচল নড়েচড়ে বসে, আর এটা তো একদিনে হয়নি দাদাভাই, অনেক পরিশ্রমের ফসল এই নামটা। আপনারা অরিজিৎ সিংকে নিয়ে 'বেওসা' করবেন, টাকা চাইলে রবিঠাকুরকে এগিয়ে দেবেন, তা তো হয় না,তাই না?' অভিনেতার এহেন মন্তব্যে সায় জানিয়েছেন নেটপাড়ার একাংশ। নামী শিল্পী অনিকেত মিত্রও বাবুলের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। এবার রাহুল।
সঙ্গীতজগতের অন্দরমহল সূত্রে খবর, মুম্বইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রবি ঠাকুরের গান গাওয়ার জন্য ডাক পড়েছে বাঙালি শিল্পীদের। যে তালিকায় শ্রেয়া ঘোষাল, শান, বাবুল সুপ্রিয়র পাশাপাশি মধুমন্তী বাগচিও রয়েছেন। সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের একটি একক সঙ্গীত এবং আরেকটি দ্বৈত গান গওয়ার কথা ছিল। গান রেকর্ডের জন্যে মুম্বইয়ের সংস্থার তরফে অরিজিতের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে। প্রস্তাব যেতেই দিন দুয়েক বাদে অরিজিৎ সিংয়ের ম্যানেজারের তরফে নাকি জানানো হয়, গান প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক চাই। যে অঙ্ক শুনে একপ্রকার বিস্মিত হয়ে যান বাবুল! সেপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন গায়ক।