shono
Advertisement
Tahsan Rahman Khan

বছর ঘুরতেই ঘর ভাঙার শব্দ! দ্বিতীয়বার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

বিবাহবিচ্ছেদ নিয়ে কী জানালেন তাহসান?
Published By: Arani BhattacharyaPosted: 07:32 PM Jan 10, 2026Updated: 07:32 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘর ভাঙছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান ছবিখানের। গত বছর জানুয়ারিতে দ্বিতীয়বার বিয়ে জকরেছিলেন তাহসান রূপটান শিল্পী রোজা ইসলামকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে প্রথম বিয়ে ভাঙার বেশ অনেকগুলো বছর পর রোজাকে বিয়ে করেছিলেন তাহসান। মাত্র চারমাসের আলাপেই হয় সেই বিয়ে।  কিন্তু সেই বিয়েও টিকল না।

Advertisement

তাহসান ও রোজার বিয়ের পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা দানা বেঁধেছিল। শোনা গিয়েছিল যে, তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছে। যদিও তা নিয়ে মুখ খোলেননি তারা কেউই। তবে শোনা যাচ্ছে, গত জুলাই মাস থেকেই নাকি আলাদা থাকছেন তারা। রোজা পেশায় একজন রূপটানশিল্পী। আড়ম্বর এড়িয়ে ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন তাঁরা। তবে ৪ জানুয়ারি বিয়ের বছর ঘুরতেই তাঁদের বিবাহবার্ষিকী নিয়ে কোনও পোস্ট চোখে না পড়লে সকলের মনেই তা নিয়ে সন্দেহ জাগে। তা নিয়ে ম্নেট্মাধ্যমে জলঘোলা হলে নিজেই মুখ খোলেন তাহসান। সংবাদমাধ্যমে এই নিয়ে তিনি বলেন, " নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চেয়েছি বরাবর। কিন্তু দেখছি বিবাহবার্ষিকীতে বিভিন্নরকম ভুয়ো খবর ছড়াচ্ছে। তা আমার চোখ এড়ায়নি। আমি এটুকুই জানাতে চাই যে, আমরা একসঙ্গে থাকছি না।"

তাহসানের প্রথম স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা। এগারো বছরের দাম্পত্যজীবনে ইতি টানার পর টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধায়্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিথিলা। তাহসান ও মিথিলার একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম আইরা। খুব শীঘ্রই দ্বিতীয় বিবাহবিচ্ছেদ নিয়ে নাকি আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাহসান এমনটাই জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর জানুয়ারিতে দ্বিতীয়বার বিয়ে জকরেছিলেন তাহসান রূপটান শিল্পী রোজা ইসলামকে।
  • দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে প্রথম বিয়ে ভাঙার বেশ অনেকগুলো বছর পর রোজাকে বিয়ে করেছিলেন তাহসান।
  • তাহসান ও রোজার বিয়ের পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা দানা বেঁধেছিল।
Advertisement