shono
Advertisement
Alia Bhatt

আলিয়া ভাটের শার্টে সুতোয় লেখা শ্বশুরবাড়ির পদবি, স্টাইলেই 'ক্লাস' বোঝালেন কাপুরদের বউমা

সাজপোশাকেই কাপুরদের স্তুতি আলিয়া ভাটের।
Published By: Sandipta BhanjaPosted: 02:47 PM Jan 10, 2026Updated: 05:58 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত আড়াই দশক ধরে হিন্দি সিনেদুনিয়ায় খান-বচ্চনদের দাপট থাকলেও বলিউডের 'রাজতন্ত্র' বলতে একবাক্যে কাপুর সাম্রাজ্যকেই বোঝানো হয়। ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুরের 'লিগ্যাসি' আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। এমনকী বিটাউনের বক্স কাঁপানো সেলেবরাও সমীহ করে চলেন 'নীল লোহিতে'র অধিকারী কাপুরদের। আর সেই পরিবারের একমাত্র বউমা হিসেবে সকলের মন জয় করা আর কি আর চারটিখানি কথা? কাজের পাশাপাশি সংসার সামলে সেই অগ্নিপরীক্ষায় অবশ্য আলিয়া ভাট আগেই ভালো নম্বর পেয়েছেন। এবার কাপুরদের গর্বিত বউমা হিসেবে যা করলেন, তাতে নেটদুনিয়ায় চর্চার অন্ত নেই!

Advertisement

বুকে শ্বশুরবাড়ির পদবি বয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে যেই না এলেন, কাপুরদের লক্ষ্মীমন্ত বউমার প্রশংসায় পঞ্চমুখ সকলে। আরেকটু খোলসা করে বললে, সাজপোশাকেই নিজের 'ক্লাস' বুঝিয়ে দিলেন অভিনেত্রী। কীরকম? সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। সেখানেই দেখা যায়, নায়িকার শার্টে সাদা সুতোয় নকশা করে লেখা 'কাপুর'। ছিমছাম মেকআপ। অভিজাত ফ্যাশন সেন্সে তিনি যে বাজিমাত করেছেন, তা বলাই বাহুল্য। কিন্তু পোশাকের প্যাটার্নের চেয়েও অনুরাগীদের নজর কাড়ল আলিয়ার বুকের কাছে লেখা 'কাপুর' পদবি। যা দেখে 'গাঙ্গুবাই'কে কাপুর পরিবারের 'ক্যুইন' আখ্যা দিয়ে বসলেন অনুরাগীরা। আবার কেউ বা বললেন, সাজপোশাকেও যে নিজের পরিবারের প্রতি ভালোবাসা জাহির করা যায়, সেটা দেখিয়ে দিলেন কাপুরদের বউমা আলিয়া ভাট।

অবশ্য বরাবরই কাপুরদের 'নয়নমণি'। বলিউডের রাজ-পরিবারের বউমা হিসেবে তিনি যে গর্বিত, সেকথাও একাধিকবার জানিয়েছেন তিনি। সিনেমা, প্রযোজনা সংস্থা, শুটিং, শত কাজের মাঝেও সুগৃহিণীর মতো সংসার সামলাচ্ছেন আলিয়া। যেমন মা-বোনের সঙ্গে সময় কাটান, তেমনই শাশুড়ির সঙ্গেও অভিনেত্রীর সখ্যতা দারুণ। দুই বাড়িতেই সমান দায়িত্ব পালন করেন আলিয়া। কাপুরদের বাড়ির অনুষ্ঠানেও বউমার উপস্থিতি নজর কেড়েছে একাধিকবার। কখনও ছুটির দিনে কাজের অবসরে মুম্বইয়ের রেস্তরাঁয় পারিবারিক মধ্যহ্নভোজে, আবার কখনও বা দেওরের বিয়েতে কর্তব্যে অবিচল বউদি হিসেবে, সব ভূমিকাতেই সমানে লড়ে যাওয়া আলিয়া ভাট এইজন্যই কাপুর পরিবারের সকলের নয়নমণি। মাঝেমধ্যে আবার শাশুড়ি নীতুর সঙ্গেও সংসার সুখের ঝলক দেখান অভিনেত্রী। এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে স্টাইলেই শ্বশুরবাড়ির জয়গান গাইলেন আলিয়া ভাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুকে শ্বশুরবাড়ির পদবি বয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে যেই না এলেন, কাপুরদের লক্ষ্মীমন্ত বউমার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
  • আলিয়ার শার্টে সাদা সুতোয় নকশা করে লেখা 'কাপুর'।
  • পোশাকের প্যাটার্নের চেয়েও অনুরাগীদের নজর কাড়ল আলিয়ার বুকের কাছে লেখা 'কাপুর' পদবি।
Advertisement