সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ভরা শীতে মুক্তি পাবে উইন্ডোজের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এটিই উইন্ডোজের প্রথম ভৌতিক ঘরানার ছবি। যা নিয়ে ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে এক আলাদা উন্মাদনা। উইন্ডোজের সব ছবির প্রচার থেকে গান সব কিছুতেই যেভাবে দর্শকের জন্য চমক থাকে ঠিক তেমনটা এই ছবির ক্ষেত্রেও। আর তা প্রমাণ করল ছবির গান 'আমি বার বার'। এখনও পর্যন্ত ঠিক কত মিলিয়ন ভিউ হল এই গানের জানেন?
ইতিমধ্যেই পঁচিশ লক্ষ ছুঁয়েছে এই গানের ভিউজ। তবে সোশাল প্ল্যাটফর্মে ''আমি বার বার' গান মুক্তি পাওয়ার পর যা সবথেকে বেশি সকলের মনকে নাড়া দিয়েছে তা হল। বনি এবং স্বস্তিকার হাত ধরে রাজ কাপুর ও নার্গিসের সেই 'প্যায়ার হুয়া ইকরার হুয়া'র নস্ট্যালজিয়া ফিরে এসেছে। যা কারও দৃষ্টি এড়ায়নি। ছবি মুক্তির আগেই এমন প্রাপ্তিতে যারপরনাই খুশি বনি ও স্বস্তিকা। বনি বলছেন, "এটা সত্যিই ভালোলাগার মতো একটা বিষয়। একদম প্রথম দিকে যখন এই গান বাধা হচ্ছিল তখন তা শুনতে শুনতে আমার মনে হয়েছিল, যদি এটা ছবিতে আমার গান হয় তাহলে দারুণ হবে। নতুন কিছু করার সুযোগ মিলবে। এবং হলও তাই। এটা পরে আমার আর স্বস্তিকার দু'জনের গান হল। এমন একটা লুকে নিজেকে পর্দায় দেখতে পাওয়ার মতো আনন্দ আর কিছুতে পাইনি। অরিত্র, জিনিয়া ও পুরো ছবির টিম আমাদের ভীষণ সাহায্য করেছে।' তা আমাদের পারফর্ম্যান্সেও ফুটে উঠেছে। স্বস্তিকাও ভীষণ ভালো কাজন করেছে। আমি ভীষণ খুশি যে আমি স্বস্তিকার সঙ্গে পর্দা ভাগ করতে পেরেছি। একটা নতুন জার্নি শুরু করতে পেরেছি।'
অন্যদিকে স্বস্তিকা বলেন, "আমার নিজের ছবির গান বলে বলছি না। সত্যিই গানটা দারুণ হয়েছে। আর তার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। উইন্ডোজকে অনেক ধন্যবাদ এরকম একটা 'রেট্রো' সাজে আমাকে সকলের সামনে তুলে ধরার জন্য। দর্শক-শ্রোতা বারবার 'আমি বার বার' শুনছেন। এ তো পরম প্রাপ্তি আমাদের। তার থেকেও বড় কথা রাজ কাপুর আর নার্গিসের সেই কালজয়ী গানের স্মৃতি ফিরিয়ে এনেছে আমাদের এই গান। আর তাতে নিজেকে দেখতে পেরে আমি খুবই খুশি। এই গান সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই আমি বরাবর বিশ্বাস করে এসেছে। এখনও তাই মনে করি। শুধু তাই নয়, এই গান নিয়ে শিল্পী অর্ণব দত্ত বলেছেন, 'এই গান সকলের মন ছুঁয়ে গিয়েছে। আমি সকলকে অনুরোধ করচব এই গানকে আরও ভালোবাসা দেওয়ার জন্য। যাতে আগামীতে নতুন রেকর্ড তৈরি করতে পারে।'
