সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশ বছর পর পর্দায় ফিরবে ইমরান হাসমির সেই ছবি 'আওয়ারাপন ২'। এত বছর পরেও এই ছবির জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তা বলাই বাহুল্য। শুধু ছবি কেন? একইসঙ্গে পর্দায় রোম্যান্টিসিজমের হিরো ইমরানকে ফিরে পাওয়ার উচ্ছ্বাসও সমান রয়েছে অনুরাগীদের মনে। তবে এসবের মাঝেই পিছিয়েছে ছবি মুক্তি। আর তা নিয়েই চলছে নানা জল্পনা। অনেকেই বলছেন 'ধুরন্ধরে'র ভয়েই নাকি পিছিয়ে গিয়েছে এই ছবি মুক্তি। এবার সেই জল্পনায় জল ঢাললেন পরিচালক মুকেশ ভাট। কি বললেন তিনি?
এক সাক্ষাৎকারে মুকেশ ভাট বলেন, "আমাদের ছবি মুক্তির দিনহিসেবে প্রথমে বেছে নেওয়া হয়েছিল ১৩ এপ্রিল দিনটিকে। কিন্তু তা পিছিয়েছে। এই নিয়ে অনেক জল্পনা চলছে যে 'ধুরন্ধ্রে'র ভয়ে নাকি আমরা ছবি মুক্তি পিছইয়ে দিয়েছে। এই তথ্য একেবারেই ঠিক নয়। আসলে আমাদের ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং এখনও বাকি। কিন্তু তা করতে আমরা এক্ষুনি পারছি না। কারণ আমার ছবির নায়ক ইমরান হাসমির শুটিংয়ের সময় মারাত্মক চোট লাগে। আর তার জন্য অস্ত্রোপচার করার প্রয়োজন খুব তাড়াতাড়ি। সেই অস্ত্রোপচারের পর তাঁকে অন্তত পঁয়তাল্লিশ দিন বিশ্রামে থাকতে হবে এবং কোনওভাবেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে পারবেন না তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইমরান সুস্থ হয়ে ফিরলে আমরা বাকি অংশের শুটিং সারব। আর সেই সেই কারণেই আমরা এপ্রিলে ছবি মুক্তি দিতে পারছি না। তা পিছিয়ে মে অথবা জুন মাসে করার পরিকল্পনা করছি। এখানে কোন ছবিকে ভয় পেয়ে আমরা মুক্তির দিন পিছিয়ে দিই নি। এই কথা একবারেই ভুল।'
বলে রাখা ভালো, গত ডিসেম্বরে রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিং চলাকালীন পেটে আঘাত পান ইমরান। শোনা যাচ্ছে, অনেক উঁচুতে ছিল শুটিং লোকেশন। আর সেখানেই শুটিং চলাকালীন পেটে মারাত্মক আঘাত পান ইমরান। আর তার জেরেই নাকি ছিঁড়েছে তাঁর পেটের পেশি। চোট এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভিতর রক্তক্ষরণ শুরু হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ফের শুটিং ফ্লোরে ইমরান ফিরে এসে পুরোদমে কাজ শুরু করেছেন বলেই খবর। কাজের সঙ্গে কোনও আপস করতে রাজি নন তিনি। শুটিংয়ে যাতে তাঁর স্বাস্থ্যের জন কোনও প্রভাব না পড়ে তাই তা নিয়ে অত্যন্ত সচেতন থেকেছেন তিনি।
