shono
Advertisement
Kriti Sanon

কোটি টাকার আংটিতে বাগদান, বোন বিয়ের পিঁড়িতে বসার আগে নাচ আবেগঘন কৃতীর

উদয়পুরের প্রাসাদে ১১ জানুয়ারি, রবিবার বসবে বিয়ের আসর।
Published By: Arani BhattacharyaPosted: 04:07 PM Jan 10, 2026Updated: 07:05 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাত পোহালেই অভিনেত্রী কৃতী স্যাননের (Kriti Sanon) বোন তথা স্যানন পরিবারের ছোট মেয়ে নূপুর স্যাননের (Nupur Sanon) বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের প্রাসাদে ১১ জানুয়ারি, রবিবার বসবে সেই বিয়ের আসর। তার আগে সঙ্গীত-মেহেন্দির অনুষ্ঠানে নাচে-গানে মাতোয়ারা গোটা পরিবার। আর সেই অনুষ্ঠানেই নজর কেড়েছেন কৃতী। ইতিমধ্যেই নেট ভুবন মাতিয়েছে বিয়ের সেই সমস্ত অনুষ্ঠানের ভিডিও ও ছবি।

Advertisement

বোনের বিয়ের সঙ্গীত-মেহেন্দিতেও লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কৃতী। নিজের গার্ল গ্যাং ও বোনের সঙ্গে মেতে ওঠেন ডান্সফ্লোরে। বলিউডের বিভিন্ন ছবির গানে এদিন বোনের বিয়ের গায়ে হলুদ ও সঙ্গীতে। তবে সবথেকে বেশি যা মন ছুঁয়েছে নেটপাড়ার তা হল আদরের বোনকে ডেডিকেট করে 'দিল তু, জান তু' গানে পা মেলানো। একসঙ্গে বড় হয়ে ওঠা, দুই বোনকে জড়িয়ে রয়েছে মেয়েবেলার হাজারও স্মৃতি। সেই সবকিছুকে পিছনে ফেলে রবিবারের পরই বোন চলে যাবে শ্বশুরবাড়িতে। মন খারাপ হয় বইকি। শুধু তাই নয়,নূপুরের সঙ্গীত-মেহেন্দির পাশাপাশি গায়ে হলুদের অনুষ্ঠানের ঝলকও এসেছে ইতিমধ্যেই প্রকাশ্যে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হলুদ পোশাকে সেজে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে গানে মেতে উঠেছেন হবু দম্পতি। এদিনের এই অনুষ্ঠানে কৃতী সেজেছিলেন গোলাপি রঙের ঘাগরা ও নুডল স্ট্র্যাপ টপে। সঙ্গে মানানসই গয়না, নজরকাড়া হেয়ারস্টাইলে চমৎকার লাগছিল কৃতীকে। অন্যদিকে নূপুর নিজেও বিশেষ দিনে সেজেছিলেন রঙিন ঘাগরার।

 

বৃহস্পতিবারই সপরিবারে উদয়পুর উড়ে গিয়েছিলেন কৃতী ও নূপুর। সঙ্গে ছিলেন কৃতীর চর্চিত প্রেমিক কবীর বাহিয়াও। উল্লেখ্য, ১১ জানুয়ারি উদয়পুরের ফেয়ারমন্ট হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই বসবে সেই বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে দু’জনের। বলে রাখা ভালো সেইভাবে পরিচিতি না পেলেও দিদি কৃতীর মতোই বিনোদুনিয়ায় প্রথমে নিজের পায়ের তোলার মাটি শক্ত করতে চেয়েছিলেন নূপুর। ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল নূপুরকে। ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে প্রথম অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে নূপুরের। কিন্তু অভিনয়ে সেভাবে সাফল্য পাননি তিনি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাশন নব’-এর হাত ধরে নূপুর অন্যভাবে নিজের পরিচিতি তৈরি করেছে। ওয়েস্টার্ন থেকে এথনিক পোশাকের সম্ভারে নিজের ব্র্যান্ডকে সকলের কাছে পরিচিত করেছেন নূপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোনের বিয়ের সঙ্গীত-মেহেন্দিতেও লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কৃতী।
  • নিজের গার্ল গ্যাং ও বোনের সঙ্গে মেতে ওঠেন ডান্সফ্লোরে।
  • বলিউডের বিভিন্ন ছবির গানে এদিন বোনের বিয়ের গায়ে হলুদ ও সঙ্গীতে।
Advertisement