shono
Advertisement
Adnan Sami

'পাকিস্তানকে শেষ করেছে সেনা', আদনানকে বিস্ফোরক অভিযোগ পাক নাগরিকদেরই

জন্মভূমির উপর রেগে কাঁই! পহেলগাঁওয়ের পর লাগাতার বিস্ফোরক বচন গায়কের।
Published By: Sandipta BhanjaPosted: 05:24 PM May 05, 2025Updated: 05:24 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে দিন দুয়েক আগেই আদনান শামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন চৌধরী ফাওয়াদ হুসেন। পালটা ছেড়ে কথা বলেননি গায়ক। একসময়ে পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও আদনান যে মনেপ্রাণে ভারতপ্রেমী সেটা এক্স হ্যান্ডেলে জবাবের মাধ্যমেই কড়া-গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে বাকযুদ্ধ সেখানেই থামেনি। পহেলগাঁও সন্ত্রাসের পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন আদনান (Adnan Sami)। এবার গায়কের নিশানায় পাক সেনাবাহিনী।

Advertisement

২০১৬ সালেই পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন আদনান শামি। এদেশের নাগরিকত্ব পান। এপ্রসঙ্গ উত্থাপন করেই গায়ক জানান, আমি তো অনেক আগেই জানতাম যে পাকিস্তানের সেনাবাহিনিই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বছরখানেক আগের এক ঘটনা শেয়ার করে আদনান জানান, "একদিন আজারবাইজানের বাকুর রাস্তা দিয়ে হাঁটছি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। এমন সময়ে কয়েক জন মিষ্টি ছেলের সঙ্গে দেখা। যারা পাকিস্তানের নাগরিক। তাঁরা আমাকে বলেন, স্যর আপনি ভাগ্যবান। খুব ভালো সময়ে পাকিস্তান ছেড়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব বদলাতে চাইছি। আমরা আমাদের দেশের সেনাবাহিনীকে ঘৃণা করি। ওরা আমাদের দেশটাকে শেষ করে দিল। উত্তরে আদনান তাঁদের জানান, 'এতো আমার অনেক আগেই জানা।'"আরেকটি টুইটে গায়ক সাফ জানান, "আমি ভারতে খুব খুশিতে রয়েছি।"

২০১৬ সালে নিজের দেশ, ভিটে-মাটি, বন্ধু-স্বজন ছেড়ে ভারতে চলে আসা মোটেই সহজ ছিল না আদনানের জন্য। নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর কারণ। নিজমুখেই সেকথা শেয়ার করেছিলেন বছর খানেক আগে। আদনান জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের প্রতি আমার এত বিদ্বেষ কেন? তবে আসল সত্যিটা হচ্ছে পাকিস্তানের মানুষদের উপর আমার কোনও রাগ নেই। ওঁরা আমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। যতক্ষণ আমাকে কেউ ভালবাসেন, আমিও পালটা তাঁকে ভালবাসি। যদিও আমার মূল সমস্যা হচ্ছে ওই দেশের সরকারকে নিয়ে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরাই জানেন বহু বছর ধরে সেখানকার প্রশাসনের থেকে আমাকে কী কী সহ্য করতে হয়েছে! সেটা ভুলিনি। যেটা আমার পাকিস্তান ছাড়ার আসল কারণ।' সেই পোস্টেই আদনান শামি হুঁশিয়ারি দেন, 'এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বহু বছর চুপ করেছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এই সব শুনলে চমকে যাবেন!' এবার পহেলগাঁও কাণ্ডের (Pahalgam terror attack) পর থেকেই শাহবাজ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হেলগাঁও সন্ত্রাসের পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন আদনান
  • এবার গায়কের নিশানায় পাক সেনাবাহিনী।
  • পাকিস্তানের নাগরিকরা আদনানকে বলেন, 'খুব ভালো সময়ে পাকিস্তান ছেড়েছেন।'
Advertisement