২০২৫ এর ডিসেম্বরে 'ধুরন্ধর' পারফরম্যান্সের পর ফের ছকভাঙা চরিত্রে অক্ষয় কুমার। 'রহমান ডাকাতে'র চরিত্রে তাঁর অভিনয় ও FA9LA-র র্যাপ গানে তাঁর অভিনব ডান্সস্টেপ তুমুল ভাইরাল হওয়ার পর এবার অন্যধরনের চরিত্রে দেখা যাবে এবার অক্ষয়কে। 'ধুরন্ধরে'র তুমুল সাফল্যের পর এবার দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক হতে চলেছে অক্ষয় খান্নার।
পূজা কল্লুরুর পরিচালনায় এবার তেলুগু ছবির হাত ধরে দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক ঘটছে অক্ষয়ের। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু করেছেন পর্দার 'রহমান ডাকাত'। ছবির নাম 'মহাকালী' মাইথোলজিক্যাল ঘরানার এই ছবিতে 'অসুরাগুরু শুক্রাচার্যে'র ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এই মুহূর্তে জোরকদমে হায়দ্রাবাদে চলছে ছবির শুটিং। উল্লেখ্য, প্রশান্ত বর্মার সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন ছবি হতে চলেছে এটি। ছবিতে মুখ্য নারীচরিত্রে দেখা যাবে ভূমি শেট্টিকে। অন্যদিকে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক। মাথায় জটা ও গাল ভর্তি সাদা দাড়িতে অক্ষয়কে চেনাই দায়।
উল্লেখ্য, এর আগে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশি নজর দিলেও সাম্প্রতিককালে ছবির লুক নিয়েও নানা এক্সপেরিমেন্ট করেত দেখা যাচ্ছে অক্ষয়কে। 'চাবা'তে ঔরঙ্গজেবের চরিত্রে প্রথম তাক লাগিয়েছিলেন অক্ষয়। এরপর সাম্প্রতিককালে 'রহমান ডাকাত' চরিত্রে তিনি ছিলেন রীতিমতো মারকাটারি। আর এবার মাইথোলজিক্যাল ঘরানার ছবিতে ফের অন্যরকম চরিত্রে অন্যরকম লুকে দেখা যাবে তাঁকে। যা অক্ষয়-অনুরাগীদের মনে রীতিমতো উন্মাদনার পারদ বাড়াচ্ছে।
