shono
Advertisement
Ankush Hazra

'ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও', কেন এমন কাতর প্রার্থনা অঙ্কুশের?

ঘোরবিপাকে অভিনেতা-প্রযোজক! কী হল?
Published By: Sandipta BhanjaPosted: 08:20 PM Dec 11, 2025Updated: 08:20 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীদের চরিত্র নাকি বেজায় জটিল? যার জন্যে পরিবারের অন্দরেই ঘোর বিপাকে অঙ্কুশ! সেই প্রেক্ষিতেই ঈশ্বরের কাছে অভিনেতার প্রার্থনা, 'ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।' কিন্তু কেন এমন কাতর আবদার অঙ্কুশের?

Advertisement

তাহলে একটু খোলসা করেই বলা যাক। 'নারী চরিত্র বেজায় জটিল...', কিশোর কুমারের কণ্ঠে 'ওগো বধূ সুন্দরী' ছবির গানে উত্তম কুমারের অভিনয় আজও শ্রোতা-অনুরাগীদের কাছে 'হিট'। আর সেই গানের কথা ধার করেই আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলেছেন অঙ্কুশ। আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে সেই ছবি। তার প্রাক্কালেই নতুন ঝলকে পেটে খিল ধরালেন অভিনেতা-প্রযোজক। যেখানে মেয়েদের মন বুঝতে অপারগ ঝন্টুর চরিত্রে ধরা দিলেন অঙ্কুশ। ছবির টিজারেই অভিনেতা প্রশ্ন তুললেন ‘নারীদের মন বোঝার জন্যে পুরুষদের কী দরকার- সঠিক মন? উপস্থিত বুদ্ধি? নাকি ঈশ্বরের দেওয়া কোনও শক্তি? সেই রহস্য ফাঁস হবে নতুন বছরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নারীদের চরিত্র নাকি বেজায় জটিল? যার জন্যে পরিবারের অন্দরেই ঘোর বিপাকে অঙ্কুশ!
  • সেই প্রেক্ষিতেই ঈশ্বরের কাছে অভিনেতার প্রার্থনা, 'ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।
Advertisement