সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ছবিতেই নিন্দুকদের মুখের উপর জবাব দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। বলিপাড়ায় যেভাবে রোজ রোজ অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের খবর ছড়িয়ে পড়ছিল, সেই গুঞ্জনে ইতি টানতে এবার খোদ মাঠে নামলেন ঐশ্বর্য। তবে কিচ্ছু বললেন না। বরং এক ছবিতেই কামাল দেখালেন জুনিয়র বচ্চন ঘরনি।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। গত বছর থেকেই বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, ঐশ্বর্য ও অভিষেকের সংসারে নাকি ভাঙন। এমনকী, শোনা যায় অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' ছেড়ে নাকি অন্য বাড়িতে উঠেছেন ঐশ্বর্য। গুঞ্জনে এসেছিল, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের জন্যই নাকি ঐশ্বর্যর সুখের সংসারে আগুন! এসব খবরের মাঝে ফের আবার রটল, অভিষেকের পরকীয়া। রটেছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি প্রেম করছেন বিগবি পুত্র। এসব গুঞ্জন নিয়ে যখন তোলপাড় মায়ানগরী। ঠিক সেই সময়ই কাউকে কিচ্ছুটি না বলে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন ঐশ্বর্য। ব্যস, এক ছবিতেই খেল খতম। বলা ভালো গুঞ্জনে ইতি। ঐশ্বর্য যে সেলফিতে দেখা গিয়েছে অভিষেককেও। সঙ্গে রয়েছে ঐশ্বর্যর মা ও ভাইয়ের বউ।
ঐশ্বর্যর এই ছবিটিই সোশাল মিডিয়ায় ভাইরাল।
মেয়ে আরাধ্যার জন্যই একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য। সম্প্রতি আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan) ১৩তম জন্মদিনে জুনিয়র বচ্চনের মুখ দেখা যায়নি বলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে। কেন মেয়ের জন্মদিনে উপস্থিত হতে পারলেন না? সেই প্রশ্ন তুলেও অনেকে আক্রমণ করেন অভিষেক বচ্চনকে। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! আরাধ্যার বার্থডে পার্টিতে সশরীরে উপস্থিত ছিলেন বাবা অভিষেকও। মেয়ের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু সেখানে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জন প্রায় সিলমোহর বসিয়ে দিয়েছিল নেটাপাড়া। কিন্তু অভিষেক বচ্চনের উপস্থিতির বিষয়টা ফাঁস করে দেওয়া হল সেই সংস্থার তরফে যাঁরা আরাধ্যার বার্থডে পার্টির আয়োজন করেছিলেন। তাঁদের সোশাল মিডিয়া পেজেই দেখা গেল, ঐশ্বর্য এবং অভিষেক সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে জুনিয়র বচ্চন দম্পতি কিন্তু একফ্রেমে ধরা দেননি। বরং আলাদা আলাদা ভিডিও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে তাঁদের। তবে সেটা যে সেই একই অনুষ্ঠানের তা বুঝতে আর বাকি রইল না। অতঃপর এটা পরিষ্কার যে, মেয়ে আরাধ্যার জন্মদিন একসঙ্গেই পালন করেছেন ঐশ্বর্য-অভিষেক।