সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক এবং এজাজ খান যেন একে-অপরের সমার্থক। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দু'বছর হাজতবাস করতে হয়েছিল তাঁকে। তেইশ সালে জামিন পেয়ে জেলের বাইরে এলেও তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। নিজেকে 'নেটপ্রভাবী' বলে দাবি করা এজাজ খানের 'হাউস অ্যারেস্ট' শো ঘিরে এবার বিতর্ক তুঙ্গে! অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি 'সেক্স পজিশন' দেখাতে হয়। আর শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা (উদ্ধব শিবির), বজরং দলের তরফে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
'হাউস অ্যারেস্ট' রিয়ালিটি শো সম্প্রচারিত হয় উল্লু অ্যাপে। বজরং দলের সদস্য গৌতম রাবরিয়াই প্রথম এজাজ খান এবং এই শোয়ের সহ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পরে শুক্রবার রাতে মুম্বই পুলিশ এফআইআর দায়ের করে বিতর্কিত অভিনেতার বিরুদ্ধে। আম্বোলি থানার তরফে জানানো হয়েছে, "বজরং দলের কর্মী গৌতম রাবরিয়া কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে, অভিনেতা আজাজ খান, 'হাউস অ্যারেস্ট' ওয়েব শোয়ের প্রযোজক রাজকুমার পান্ডে এবং উল্লু অ্যাপের অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।" বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিও ক্লিপকে ঘিরে। যেখানে শোয়ের সঞ্চালক এজাজ খানকে পুরুষ-মহিলা প্রতিযোগীদের 'সেক্স পজিশন'-এর অভিনয় করে দেখানোর নির্দেশ দিতে শোনা যায়। এমন ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিকমহলের ব্যক্তিত্বরাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
শিব সেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, ‘বিগ বস’-এর ধাঁচে তৈরি ‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শোর একটি পর্বে দেখানো হয়, একজন প্রতিযোগী বেশ খোলামেলাভাবে ‘কামসূত্রে’ উল্লেখিত যৌন ভঙ্গিমা নিয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, আবার তিনি সেই ভঙ্গিমা প্রায় অনুকরণের চেষ্টা করছেন। ওই প্রসঙ্গে তুলে প্রিয়াঙ্কার দাবি, মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্মে যৌন উদ্দীপক কনটেন্ট দেখানো হচ্ছে। তাই অবিলম্বে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়া উচিত। উল্লেখ্য, এর আগে কেন্দ্র ওটিটি মঞ্চগুলিকে ভারতীয় আইন ও তথ্যপ্রযুক্তি বিধি, ২০২১-এর অধীনে নির্ধারিত নীতিশাস্ত্রের নিয়ম কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়। তা সত্ত্বেও কীভাবে এরকম যৌন সুড়সুড়ি দেওয়া কনটেন্ট সম্প্রচারিত হল, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে জোর শোরগোল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেরও নজরে এসেছে বিষয়টি।
