একসময়ে ছিলেন স্কুলের বন্ধু। সিনেদুনিয়ার ঝলমলে আলোতেও সেই 'দেখনদারি'তে ভাঁটা পড়েনি! এযাবৎকাল বিটাউনের কোনও হাইপ্রোফাইল পার্টি, অনুষ্ঠানে দেখা হলেই একে-অপরকে কাছে টেনে ফিল্মি স্টাইলে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা যেত সারা আলি খান (Sara Ali Khan) এবং ওরিকে (Orry)। কিন্তু রাতারাতি কী এমন ঘটল, যার জন্যে 'বেস্ট ফ্রেন্ড'-এর সমীকরণ বদলে সটান সাপে-নেউলে সম্পর্ক হল দুই তারকার? সারা-ওরির ভার্চুয়াল বাকবিতণ্ডা নিয়ে বর্তমানে 'গসিপে'র অন্ত নেই টিনসেল টাউনে।
"আমার এই অন্তর্বাসে সারা আলি খানের কেরিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি"- ওরি।
শুরুটা অবশ্য ওরহান আত্রামানি ওরফে ওরির তরফেই হয়েছে। বলিপাড়ার এই 'সেলেব ইনফ্লুয়েন্সার' আচমকাই সারা আলি খানকে ধারাবাহিকভাবে কটাক্ষ করা শুরু করেন। সম্প্রতি এক ররিল ভিডিওয় ওরিকে বলতে শোনা যায়, "সারা, অমৃতা, পলক- এই তিনটে নাম অত্যন্ত খারাপ।" একথা কারও অজানা নয় যে, সারা আলি খানের মা তথা সইফের প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম অমৃতা সিং। অন্যদিকে বলিপাড়ায় কান পাতলেই বছর দেড়েক ধরে সারার ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন শোনা যায়। আর ওরির এহেন মন্তব্যের পরই কোনওরকম প্রতিক্রিয়া না দিয়ে সারা-ইব্রাহিম দু'জনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। তবে চর্চা এখানেই দম নেয়নি! বরং ওরি আরও একধাপ এগিয়ে নবাবকন্যার কেরিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন। সেটাও ভীষণ ন্যাক্কারজনকভাবে! কীরকম?
সারা-ওরির অতীত ছবি, সৌজন্যে- ইনস্টাগ্রাম
আরেক রিল ভিডিওয় ওরিকে দেখা যায় কালো নেটের গেঞ্জিতে স্বচ্ছ হয়ে উঠেছে ভিতরে থাকা সাদা ব্রা এবং তার স্ট্র্যাপ। সেলেব ইনফ্লুয়েন্সারের এহেন উদ্ভট সাজপোশাক দেখে জনৈক প্রশ্ন ছোড়েন, ওই অন্তর্বাসে ঠিক কী ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অযাচিতভাবে সারা আলি খানের নামোল্লেখ করে বসেন ওরি। তিনি বলেন, "আমার এই অন্তর্বাসে সারার কেরিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি।" এরপর আর দুয়ে দুয়ে চার করতে বাকি থাকে না যে, ইচ্ছে করেই নবাবকন্যার সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়িয়েছেন ওরি! এহেন অযাচিত আক্রমণের জেরে নেটভুবনেও সমালোচিত হতে হচ্ছে তাঁকে। যদিও সারা এপ্রসঙ্গে সরাসরি কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে আকার ইঙ্গিতে বিক্রম সরকারের 'নাম চলে' গানটি শেয়ার করে লিরিকসের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন, 'সুবোধ বালকরা বিবাদে জড়ায় না!' যে পোস্ট নিয়ে বলিপাড়ার অন্দরে আপাতত ফিসফাস। সবমিলিয়ে সারা-ওরির এহেন আদায়-কাঁচকলায় সম্পর্ক এখন 'টক অফ দ্য টাউন'।
