shono
Advertisement
Leonardo DiCaprio

'আমার সৎ মা শিখ', লিওনার্দো ডি ক্যাপ্রিও'র মন্তব্যে শোরগোল! 'হজম হল না' ব্র্যাড পিটের

ভারতের সঙ্গে আত্মীয়তা প্রসঙ্গে কী জানালেন অস্কারজয়ী নায়ক?
Published By: Sandipta BhanjaPosted: 06:05 PM Dec 26, 2025Updated: 06:16 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে গভীর আত্মিক যোগ রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও'র (Leonardo DiCaprio)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চমকে দেওয়া তথ্য প্রকাশ্যে এনেছেন হলিউড অভিনেতা। যা শুনে লিওনার্দোর ভারতীয় ভক্তমহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 'টাইটানিক', 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' সুপারস্টার জানান, তাঁর সৎ মা পেগি ডি ক্যাপ্রিও শিখ সম্প্রদায়ের। সেই প্রেক্ষিতেই লিওর ভারতীয় অনুরাগীদের কৌতূহল, তাহলে কি শিখ পরিবেশেই বেড়ে ওঠা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র?

Advertisement

সংশ্লিষ্ট সাক্ষাৎকারে কর্মজীবনের পাশাপাশি পরিবার নিয়েও মুখ খুলেছিলেন হলিউড অভিনেতা। সেখানেই অজানা তথ্য ফাঁস করে ভক্তমহলে হইচই ফেলে দেন লিওনার্দো। ঠিক কী বলেছেন তিনি? হলিউড সুপারস্টার জানান, "আমার সৎ মা পেগি ডিক্যাপ্রিও একজন শিখ। পাগড়ি পরেন। তাঁকে প্রায়ই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখতে পাবেন আপনারা।" উল্লেখ্য, পেগি ডিক্যাপ্রিও আদতেই একজন অমৃতধারী শিখ। এযাবৎকাল হলিউডের একাধিক অনুষ্ঠানে লিওনার্দোর মাকে পোশাকের সঙ্গে রং মিলান্তি পাগড়িতে দেখা গিয়েছে। তবে অনেকেই অবশ্য সেটাকে 'ফ্যাশন স্টেটমেন্ট' বলে দাবি করতেন। কিন্তু এবার আসল 'রহস্য' ফাঁস করলেন সৎ ছেলে লিওনার্দো ডি ক্যাপ্রিও। আর লিওর মা যে শিখ সম্প্রদায়ের সেটা প্রথমটায় বিশ্বাসই করতে চাননি হলিউডের আরেক অভিনেতা ব্র্যাড পিট। সেঘটনাও নিজমুখেই জানান লিওনার্দো।

'টাইটানিক' অভিনেতা জানান, তারান্তিনো পরিচালিত 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' ছবির সেটে একবার সৎ মা পেগি ডিক্যাপ্রিও এবং বাবা জর্জকে নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু প্রথমটায় ব্র্যাড পিট নাকি বলেছিলেন, "তাই নাকি! বিশ্বাসই হচ্ছে না এঁরা তোমার মা-বাবা। আমি তো ভেবেছিলাম তোমার দেখভালের জন্য বাড়তি কেউ এসেছে।" পাশাপাশি বাবাকে নিয়ে হলিউড অভিনেতা জানান, "আমার বাবা জর্জ ডিক্যাপ্রিও হিপ্পি সংস্কৃতির মানুষ। সত্তরের দশকে লস অ্যাঞ্জেলসে চুপিসারে যে শিল্প আন্দোলন চলছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন বাবা।" জানা যায়, লিওনার্দোর নিজের মায়ের নাম ইরমেলিন ইন্ডেনবির্কেন। অভিনেতার যখন একবছর বয়স তখনই মা-বাবার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে শিখ সম্প্রদায়ের পেগিকে বিয়ে করেন তিনি। সাক্ষাৎকারের সংশ্লিষ্ট অংশ ভাইরাল হতেই লিওনার্দো ডি ক্যাপ্রিও'র ভারতীয় অনুরাগীমহলে শোরগোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'টাইটানিক', 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' সুপারস্টার জানান, তাঁর সৎ মা পেগি ডি ক্যাপ্রিও শিখ সম্প্রদায়ের।
  • সেই প্রেক্ষিতেই লিওর ভারতীয় অনুরাগীদের কৌতূহল, তাহলে কি শিখ পরিবেশেই বেড়ে ওঠা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র?
Advertisement