shono
Advertisement

জিনসের ফাঁক থেকে উঁকি দিচ্ছে অন্তর্বাস, সাবার সঙ্গে শরীরচর্চার মাঝেই 'কৃশ ৪' নিয়ে বড় ইঙ্গিত হৃতিকের!

শনিবার, নিজের জন্মদিনেই কী আভাস দিলেন বলিউডের 'গ্রিক গড"?
Published By: Arani BhattacharyaPosted: 06:58 PM Jan 10, 2026Updated: 07:36 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশনের কাছে বয়স একটা সংখ্যামাত্র। ১০ জানুয়ারি, শনিবার বাহান্নতে পা দিলেন নায়ক। আর জন্মদিনেই নিজের দর্শক-অনুরাগীদের হৃতিকের জনপ্রিয় 'কৃশ' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির ইঙ্গিত দিলেন। যা নিয়ে রীতিমতো নেটপাড়ায় এইদিনে শোরগোল পড়ে গিয়েছে। অনীকি এই আশায় বুক বাঁধছেন যে, খুব তাড়াতাড়িই পর্দায় 'কৃশ ৪' নিয়ে আসবেন হৃতিক। ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে? 

Advertisement

দেখা যাচ্ছে, জিমে রীতিমতো কসরৎ করছেন নায়ক। পুরোদস্তুর জিমের পোশাকে ঘাম ঝরাচ্ছেন হৃতিক। আর সেই জিমের ট্র্যাক প্যান্টের ফাঁক দিয়েই তাঁর কোমরে উঁকি দিচ্ছে অন্তর্বাস। বরাবরের মতোই নায়ককে এভাবে দেখে মহিলা অনুরাগীদের ঘুম ছুটেছে। তবে শরীরচর্চার সঙ্গে কোনও আপস করতে রাজি নন হৃতিক তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শোনা যাচ্ছে 'কৃশে'র জনপ্রিয় গান 'দিল না দিয়া'। আর ভিডিওর শেষে ক্যামেরা ঘুরিয়ে স্ক্রিনে দেখালেন 'কৃশে'র সেই চেনা মুখ। আর তা দেখেই রীতিমতো চড়েছে উন্মাদনার পারদ। অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে যে, তাহলে কি খুব তাড়াতাড়ি এই ছবি আসছে? সেই ইঙ্গিতই কি দিলেন হৃতিক নিজের জন্মদিনে? তবে একা নয় হৃতিকের এই ওয়ার্কআউট সেশনে সঙ্গী হয়েছেন প্রেমিকা সাবা আজাদ। তবে কবে শুটিং শুরু বা ছবি নিয়ে আর সেভাবে কোনও কিছুই খোলসা করেননি হৃতিক।

 

বহুদিন ধরেই এই ছবি নিয়ে নানা আলোচনা হয়েছে। বহু দিন ধরেই এই ছবি নিয়ে ভাবনাচিন্তা চলছে। এর আগে ছবি নিয়ে রাকেশ রোশন জানিয়েছিলেন, "ছবির চিত্রনাট্য নয়, বরং বাজেটের জন্যই ছবির কাজ এতদিন বন্ধ ছিল। এবার তা শুরু করব। এতদিনে 'কৃশ ৪'-এর জন্য একটা সঠিক বাজেট আমরা করতে পেরেছি। সেই অনুযায়ী এবার সমস্তটা শুরু হবে।" সব ঠিক থাকলে 'কৃশ ৪'-এর পরিচালকের আসনে থাকবেন হৃতিক নিজেই। ২০২৭ সালে এই ছবি মুক্তি পেতে পারে বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এই ছবি তৈরি করবেন হৃতিক এমনটাই শোনা যাচ্ছে। ২০০৬ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'কৃশ'। সুপার পাওয়ারের অধিকারী 'কৃশ' যা রীতিমতো ম্যাজিক দেখাতো পর্দায়। কুড়ি বছর পরেও সেই ছবির একই জনপ্রিয়তা রয়েছে দর্শকের মনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জিমে রীতিমতো কসরৎ করছেন নায়ক। ঘাম ঝরাচ্ছেন তিনি।
  • শরীরচর্চার সঙ্গে কোনও আপস করতে রাজি নন হৃতিক তা ভালোভাবেই বোঝা যাচ্ছে।
  • আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শোনা যাচ্ছে 'কৃশে'র জনপ্রিয় গান 'দিল না দিয়া'।
Advertisement