shono
Advertisement
Amaal Mallik-AR Rahman

মুসলিম বলেই মিলছে না কাজ! অমল মালিক বললেন, 'রহমান স্যারের সঙ্গে আমি একমত'

এবার এ আর রহমানের সুরে সুর মেলালেন সঙ্গীতশিল্পী অমল মালিক। ঠিক কী বললেন তিনি?
Published By: Arani BhattacharyaPosted: 04:28 PM Jan 31, 2026Updated: 06:53 PM Jan 31, 2026

কয়েক সপ্তাহ আগেই কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমানের (AR Rahman) মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল বিনোদুনিয়া। বলিউডে ধর্মীয় মেরুকরণের অভিযোগ এনেছিলেন অস্কার জয়ী সুরকার। একইসঙ্গে তিনি তুলে ধরেছিলেন দীর্ঘ আটবছর কাজ না পাওয়ার মতো বিষয়ও। এবার তাঁর সুরে সুর মেলালেন সঙ্গীতশিল্পী অমল মালিক (Amaal Mallik)। ঠিক কী বললেন অমল?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমানের সমর্থনে এই নিয়ে মুখ খোলেন অমল। তিনি বলেন, "এ আর রহমান স্যারের সঙ্গে আমি একমত। তিনি যা বলেছেন তা অনেকাংশেই সত্যি। ইন্ডাস্ট্রির অন্দরে এই ঘটনা আকছার ঘটে। তাঁরা তাঁদের পছন্দের শিল্পীদের নিয়েই কাজ করেন। তাতে একজনই একের পর এক কাজের সুযোগ পান। আর বাকিরা বঞ্চিত হন। এখানে একটা 'গ্রুপিজম' চলে। স্বজনপোষণ ইন্ডাস্ট্রির একটা ব্যাধি। আজ এর জেরে নামী সুরকারদের কাজের জায়গাও সীমাবদ্ধ হয়ে এসেছে। ভাবুন ইন্ডাস্ট্রির একজন নামী শিল্পী যদি কাজের সুযোগ না পান তাহলে একজন নবাগত কীভাবে নিজেকে মেলে ধরবে? কীভাবে কাজ করে টিকে থাকবে এই ইন্ডাস্ট্রিতে?"

এ আর রহমান। ছবি: সোশাল মিডিয়া

তবে স্বজনপোষণ নিয়ে অমল মুখ খুললেও এ আর রহমানের ধর্মীয় মেরুকরণের অভিযোগের সঙ্গে সহমত হননি। তিনি বলেছেন,"তবে হ্যাঁ, শিল্প নিয়ে শুধু যদি বলতে হয় তাহলে বলব যে এ আর রহমানের সমস্ত অভিযোগ ঠিক। কিন্তু তাঁর আনা এই সাম্প্রদায়িক বিভাজনের মতো বিষয়টির সঙ্গে আমি একেবারেই একমত নই। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই কিছু কিছু পরিচালক তাঁদের ছবির গানের জন্য একজন সঙ্গীত পরিচালকের উপরই ভরসা করেন। কেউ কেউ তো একপ্রকার জুটি হিসেবেও পরিচিত। এমনটা তো এ আর রহমান স্যারের ক্ষেত্রেও দেখা গিয়েছে। মণিরত্নমের ছবিতে তিনি একচেটিয়া গানের দায়িত্ব সামলেছেন। সুতরাং, আমি এটাই বলব যে, ধর্ম এখানে কোনও বিষয় নয়। তবে হ্যাঁ, নতুনদের সুযোগও দেওয়া উচিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement