shono
Advertisement
FA9LA Song

গিনেস বুকে নাম তুলল 'ধুরন্ধর'! অক্ষয় খান্নার ভাইরাল বালোচ নাচে বিশ্বরেকর্ড বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচির

'ধুরন্ধর' ছবিতে FA9LA র‍্যাপটি যে অক্ষয় খান্নার নৃত্যশৈলীর জেরেই বিশ্বজুড়ে আরও লাইমলাইট কেড়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। কী বলছেন বাহারিনের র‍্যাপার?
Published By: Sandipta BhanjaPosted: 12:26 PM Jan 31, 2026Updated: 03:02 PM Jan 31, 2026

গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রণবীর সিং অভিনীত ছবি পয়লা দিন থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল। যা কিনা খুব কম সময়ের মধ্যে ১১০০ কোটির ব্যবসা করে খান-কাপুর সাম্রাজ্যের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তবে প্রথম দিন থেকেই সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি চর্চায় 'ধুরন্ধর'-এর মিউজিক। বিশেষ করে গত মাস দু'মাস ধরে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের র‍্যাপে বুঁদ আট থেকে আশির প্রজন্ম। আর 'ধুরন্ধর'-এর সেই FA9LA র‍্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তার জেরেই এবার গিনেস বুকে নাম তুললেন বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচি।

Advertisement

খবর, বাহারিনের র‍্যাপার ফ্লিপারচি অফিশিয়ালি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছেন। জানা গিয়েছে, রণবীর সিংয়ের ব্লকবাস্টার 'ধুরন্ধর'-এ ব্যবহৃত তাঁর FA9LA গানটি সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়ে সম্প্রতি 'আরবিয়া চার্টে'র শীর্ষস্থানে নাম লিখিয়েছে। আর এই র‍্যাপের সুবাদেই যে ভারত তথা গোটা উপমহাদেশে মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছেন ফ্লিপারাচি, তা বলাই বাহুল্য। গিনেস রেকর্ড গড়ে সপ্তম স্বর্গে খোদ শিল্পীও। ফ্লিপারাচি বলছেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! অসাধারণ লাগছে। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এটা জনপ্রিয় হয়েছে। অন্য ভাষায় এহেন ব্যাপক সাফল্য! আমার কল্পনাতীত ছিল। সত্যি কথা বলতে কী, FA9LA গানটা যেন বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে গত দু'মাসে। আর এই একটা গানের সুবাদেই চার-চারটে তালিকায় শীর্ষস্থান অধিকার করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।" ফ্লিপারচির কাছে যখন বিশ্বরেকর্ড গড়ার খবর আসে, তখন তিনি একটি ফটোশুটে ব্যস্ত ছিলেন। সেখান থেকেই উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের সঙ্গে এহেন সুখবর ভাগ করে নেন তিনি।

FA9LA ব়্যাপের স্রষ্টা ফ্লিপারাচি এবং অক্ষয় খান্না

আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবিতে FA9LA র‍্যাপটি যে অক্ষয় খান্নার নৃত্যশৈলীর জেরেই বিশ্বজুড়ে আরও লাইমলাইট কেড়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। যে গানটি আরবি ভাষার সঙ্গে ধুন্ধুমার র‍্যাপ জুড়ে তৈরি করেছেন বাহারিনের র‍্যাপার হুসাম অসীম ওরফে ফ্লিপারাচি। এবার সেই সুবাদেই শিল্পীর মুকুটে জুড়ল 'গিনেস পালক'। ফ্লিপারাচির এহেন স্বীকৃতিতে খুশি টিম 'ধুরন্ধর'ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement