shono
Advertisement
Ranveer Singh-Deepika Padukone

আমেরিকায় ছুটির আমেজে 'দীপবীর', চুটিয়ে উপভোগ করলেন বাস্কেট বল, ভাইরাল ছবি

যদিও তাঁদের সঙ্গে এই ভ্যাকেশনের ছবিতে দেখা যায়নি তাঁদের একরত্তি মেয়ে দুয়াকে।
Published By: Arani BhattacharyaPosted: 02:23 PM Jan 04, 2026Updated: 05:55 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর'-এর ব্যাপক সাফল্যের পর 'ডন ৩' নিয়ে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। তবে জীবনে তিনি যে সবসময় পজিটিভিটিই বজায় রাখতে চান তার প্রমান একাধিকনবার দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম নয়। 'ডন ৩' থেকে রণবীরের সরে যাওয়া নিয়ে যখন তোলপাড় চারিদিক। চলছে নানা গুনন, জল্পনা। ঠিক তখনই অভিনেত্রী-স্ত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছেন রণবীর (Ranveer Singh)।

Advertisement

নিউ ইয়ার পার্টিতে যখন চুটিয়ে পার্টি করতে ব্যস্ত ইন্ডাস্ট্রির সিংহভাগ, তখন নিজেদের মতো করে, একান্তে বিদেশের বুকে চুটিয়ে 'উইন্টার হলিডে' উপভোগ করলেন 'দীপবীর'। আমেরিকার বুকে ছুটি কাটানোর মাঝেই তারকাদম্পতিকে দেখা গেল নিউ ইয়র্কে হাইপ্রোফাইল এনবিএ টুর্নামেন্টের দর্শকাসনে। তবে সেখান থেকে রণবীর বা দীপিকা কেউই কোনও ছবি শেয়ার করেননি। বরং তাঁদের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁদের এক ভক্ত। সেখানেই দেখা যাচ্ছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সেই টুর্নামেন্টের ফাঁকে ভক্তদের আবদার মেটাতে জুটিকে। গ্যালারিতে বসেই দুই ভক্তের সঙ্গে নিজস্বী তোলেন রণবীর ও দীপিকা। নিউ ইয়র্কের মাটিতে তোলা সেই ছবিই সোশাল মিডিয়ার দৌলতে দেশের মাটি অবধি পৌঁছে গিয়েছে। যদিও তাঁদের সঙ্গে এই ভ্যাকেশনের ছবিতে দেখা যায়নি তাঁদের একরত্তি মেয়ে দুয়াকে।

 

সোশাল মিডিয়ায় তারকাদম্পতির সঙ্গে তোলা ছবি পোস্ট করে ভক্ত লেখেন, 'আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তাঁরা নিশ্চয়ই জানেন যে, আমি আমার এই জীবনে পছন্দের দুই নায়িকাকে দেখতে চেয়েছি। তাঁরা হলেন ঐশ্বর্য রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোন। আমি তারকাদের নিয়ে খুবই কৌতূহলী। আর যখন চোখের সামনে দীপিকাকে দেখলাম। গ্যালারিতে তাঁকে প্রথম আবিষ্কার করলাম তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।" উল্লেখ্য, নিজেদের 'ভ্যাকেশনে'র কোনও ছবিই এখনও নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেননি তারকাদম্পতির কেউই। এবার দুই ভক্তের দৌলতে প্রকাশ্যে এল কিছু ঝলক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউ ইয়ার পার্টিতে যখন চুটিয়ে পার্টি করতে ব্যস্ত ইন্ডাস্ট্রির সিংহভাগ, তখন নিজেদের মতো করে, একান্তে বিদেশের বুকে চুটিয়ে 'উইন্টার হলিডে' উপভোগ করলেন 'দীপবীর'।
  • আমেরিকার বুকে ছুটি কাটানোর মাঝেই তারকাদম্পতিকে দেখা গেল নিউ ইয়র্কে হাইপ্রোফাইল এনবিএ টুর্নামেন্টের দর্শকাসনে।
  • তবে সেখান থেকে রণবীর বা দীপিকা কেউই কোনও ছবি শেয়ার করেননি।
Advertisement