shono
Advertisement
Deepika Padukone

অনুরাগীদের মনের 'মস্তানি' দীপিকা, চেটেপুটে খেলেন ভক্তের মায়ের তৈরি 'পিঠে', দেখুন ভিডিও

৫ জানুয়ারি, সোমবার ছিল দীপিকা পাড়ুকোনের জন্মদিন।
Published By: Arani BhattacharyaPosted: 07:13 PM Jan 06, 2026Updated: 07:13 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ জানুয়ারি, সোমবার ছিল বলিউডের স্বনামধন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন। জন্মদিনের প্রাক্কালে রবিবার মুম্বইয়ে ফ্যানেদের সঙ্গে সাক্ষাতের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন দীপিকা। সেই বিশেষ অনুষ্ঠানেই দীপিকার এক ভক্ত মাকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন। কেমন ছিল সেই সাক্ষাৎ তা নিয়ে সোশাল মি: ইনস্ডিটাগ্য়ারাময় জানালেন দীপিকার সেই ভক্ত।

Advertisement

দীপিকার সঙ্গে মায়ের তোলা একটি ভিডিও ওই ভক্ত পোস্ট করে দীর্ঘ ক্যাপশনে লেখেন, 'আমি জানিনা আমার এই প্রাপ্তি কীসের জন্য হল। আমার ভালো কাজের জন্য, নাকি ইউনিভার্স বা আমার ভাগ্যের জন্য। এই নিয়ে চতুর্থবার। আমি দীপিকার সঙ্গে সাক্ষাৎ সারার সুযোগ পেলাম। এবার আমি আমার মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। মাকে যখন বলেছিলাম যে, তোমাকে নিয়ে এবার দীপিকার জন্মদিনে ভক্তদের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যাব। মা আমার সেই কথা বিশ্বাস করেননি। কিন্তু যখন মা সত্যিই সেখানে পৌঁছন তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। আসলে আমার সঙ্গে থাকতে থাকতে মা নিজেও দীপিকার একজন বড় ভক্ত হয়ে গিয়েছেন।"

ওই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের সামনাসামনি গিয়ে তাঁর হাতে আমার মা তাঁর নিজের হাতে বানানো সুস্বাদু খাবার পুরণ পোলি তুলে দেওয়ার সুযোগ পান। শুধু তাই নয় নায়িকা আমার মাকে হাত ধরে তাঁর পাশে বসিয়ে ছবিও তোলেন। সত্যিই সবটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমার মা আবেগতাড়িত হয়ে পড়ে। মনে একরাশ আনন্দ আর চোখে আনন্দাশ্রু নিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এরসঙ্গে নায়িকাকে অনেক ধন্যবাদ জানাই দারুণ আয়োজনের জন্যও। ওই অনুষ্ঠানে সব কটি খাবার খুবই সুস্বাদু ছিল। যদিও বৃহস্পতিবারের উপোস ছিল বলে মা খাবারগুলি খাওয়ার সুযোগ পাননি। তবে এই বিশেষ দিনটি আমি এবং আমার মা দু'জনেই মনে রাখব।' বলে রাখা ভালো, বিদেশের মাটিতে জন্মদিন উদযাপনের আগে মুম্বইয়ে ভক্তদের সঙ্গে চল্লিশতম জন্মদিনের সেলিব্রেশনে মেতেছিলেন নায়িকা। মায়ানগরীতে তাঁর প্রায় পঞ্চাশজন ভক্তদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ সারেন এদিন রণবীরঘরনি প্রত্যকেকে নিজের জন্মদিনে উপহারও দিয়েছেন দীপিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনের প্রাক্কালে রবিবার মুম্বইয়ে ফ্যানেদের সঙ্গে সাক্ষাতের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন দীপিকা।
  • সেই বিশেষ অনুষ্ঠানেই দীপিকার এক ভক্ত মাকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন।
  • কেমন ছিল সেই সাক্ষাৎ তা নিয়ে সোশাল মিডিয়ায় জানালেন দীপিকার সেই ভক্ত।
Advertisement