shono
Advertisement
Kangana Ranaut

'ভারত ভাগ্য বিধাতা' মন্ত্রে নতুন ছবির শুটিং শুরু কঙ্গনার, দেশপ্রেম দিয়েই 'ফ্লপ' তকমা ঘোচাবেন?

সেটে ফিরে কী জানালেন নেত্রী-অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 04:29 PM Jan 06, 2026Updated: 04:58 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনা রানাউতের! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা অভিনেত্রীর। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক, তখন ইন্দিরা গান্ধীর ভূমিকায় 'এমার্জেন্সি' দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছিলেন বটে, তবে ক্যাশবাক্সে তেমন লক্ষ্মীলাভ করতে পারেননি। উপরন্তু লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে কঙ্গনাকে বর্তমানে হিমাচলের মাণ্ডির সাংসদপদের দায়িত্ব সামলাতে হচ্ছে। এবার খবর, রাজনীতি থেকে দিন কয়েকের বিরতি নিয়ে শুটিংয়ে ফিরলেন বলিউডের 'ক্যুইন'।

Advertisement

সাংসদ হওয়ার পর পঁচিশ সালে 'তনু ওয়েডস মনু'র সিক্যুয়েলের শুটিং করেছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু সেই সিনেমা নিয়ে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য নেই নির্মাতাদের! এবার দেশমাতৃকার জয়গান গেয়ে ফের সেটে প্রত্যাবর্তন নেত্রী-অভিনেত্রীর। জানা গেল, মঙ্গলবার 'ভারত ভাগ্য বিধাতা' নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন কঙ্গনা। সেখান থেকেই ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'সেটে ফিরে দারুণ লাগছে।' উল্লেখ্য, গত চব্বিশ সালে 'এমার্জেন্সি' সিনেমার মুক্তি নিয়ে যখন দেদার টালবাহানা শুরু হয়েছিল, সেসময়ই এই ছবির নাম ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এবার 'ভারত ভাগ্য বিধাতা'র শুটিং শুরু করতে পেরে আবেগপ্রবণ কঙ্গনা রানাউত।

চব্বিশ সালে এই ছবির ঘোষণা করে প্রযোজনা সংস্থা ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের তরফে জানানো হয়েছিল, "প্রথম ছবিতেই কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীকে পেয়ে খুব খুশি আমরা। এই সিনেমাটি আসলে দেশনায়কদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।" যদিও সিনেমার বিষয়বস্তু নিয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি, তবে কঙ্গনা যে সেটে ফিরে আশাবাদী, সেটা তাঁর মন্তব্যেই সাফ বোঝা গেল।

গত কয়েক বছরে পর পর ৫টি ছবি ফ্লপ হয়েছে কঙ্গনার। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। তেইশের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এর আগে কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’, ‘পাঙ্গা’র মতো সিনেমাও হিটের মুখ দেখেনি। ‘তেজস’-এ যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগাতে পারেননি! বক্স অফিসের ককপিটে ব্যর্থ উড়ান নিয়েই রাজনীতিতে যোগ দিয়ে ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা। 'এমার্জেন্সি' আশা জাগালেও খুব একটা ব্যবসা করতে পারেনি। এবার কি তবে 'ভারত ভাগ্য বিধাতা' মন্ত্রবলে ফ্লপ কেরিয়ারের মোড় ঘোরাবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খবর, রাজনীতি থেকে দিন কয়েকের বিরতি নিয়ে শুটিংয়ে ফিরলেন বলিউডের 'ক্যুইন'।
  • মঙ্গলবার 'ভারত ভাগ্য বিধাতা' নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন কঙ্গনা।
  • সেখান থেকেই ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'সেটে ফিরে দারুণ লাগছে।'
Advertisement