shono
Advertisement
Nikhil Nanda

আত্মহত্যায় প্ররোচনা! আইনি জটিলতায় অমিতাভ-জয়ার জামাই নিখিল

আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
Published By: Sayani SenPosted: 12:54 PM Feb 17, 2025Updated: 12:54 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি টাউনে কান পাতলেই শোনা যায় অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ গুঞ্জন। তারই মাঝে এবার আইনি বিপাকে বচ্চন পরিবারের জামাই নিখিল নন্দা। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

অমিতাভ-জয়ার জামাই নিখিল একটি কোম্পানির সিএমডি। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের পাপড হামজাপুর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র অভিযোগ দায়ের করেন। জিতেন্দ্র একটি ট্র্যাক্টর এজেন্সি জয় কিষাণ ট্রেডার্সের মালিক ছিলেন। গত বছরের ২২ নভেম্বর তিনি আত্মহত্যা করেন। ওই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে নিখিলের বিরুদ্ধে। জ্ঞানেন্দ্র জানান, বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল জিতেন্দ্রকে। নিখিল নন্দা-সহ তাঁদের সংস্থার এরিয়া ম্যানেজার আশিস বালিয়ান, সেলস ম্যানেজার সুমিত রাঘব ও অমিত পন্থ, উত্তরপ্রদেশের প্রধান দীনেশ পন্থ, অর্থ সংগ্রহ আধিকারিক পঙ্কজ ভাস্কর, সেলস হেড নীরজ মেহরা, শাহজাহানপুরের ডিলার শিশান্ত গুপ্তা মূলত চাপ দিতেন। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্রাক্টর বিক্রি করতে না পারলে ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় জিতেন্দ্রকে।

যার ফলে মানসিক চাপে ছিলেন জিতেন্দ্র। পরিবারের লোকজনকে সেকথা জানান তিনি। গত বছরের ২১ নভেম্বর, নিখিল নন্দার সংস্থার লোকজন জিতেন্দ্রর বাড়িতে যান। সেদিনও তাঁকে মানসিক চাপ দেওয়া হয় বলেই অভিযোগ। পরদিন বাড়ি থেকে জিতেন্দ্রর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। মৃতের বাবা বলেন, "নিখিল নন্দা ঠিক কতটা প্রভাবশালী তা আমার কাছে স্পষ্ট নয়। তবে আমার ছেলের মৃত্যুর জন্য ওই সংস্থা দায়ী। আমি সুবিচার চাই।" ডাটাগঞ্জ থানার ইনচার্জ গৌরব বিষ্ণোই জানান, অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু হয়েছে। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের জল্পনার মাঝে নিখিল নন্দকে নিয়ে আইনি জটিলতায় স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে বচ্চন পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইনি বিপাকে বচ্চন পরিবারের জামাই নিখিল নন্দা।
  • তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
  • আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
Advertisement