shono
Advertisement
Anil Kapoor-Nayak

২৫ বছর পর 'নায়কে'র সিক্যুয়েল? সুপারহিট ছবির স্বত্ব কিনলেন 'নায়ক' অনিল কাপুর নিজেই

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুরের 'নায়ক'।
Published By: Arani BhattacharyaPosted: 12:34 PM Jan 04, 2026Updated: 12:34 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিডের কাল্ট ছবি 'নায়ক' আজও সকল সিনেপ্রেমীর মনে দাগ কাটে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুরের 'নায়ক'। পঁচিশটা বছর পেরিয়েও তার এতটুকু গুরুত্ব কমেনি। আর সাম্প্রতিককালে 'নায়ক' নিয়ে যে জল্পনা দানা বেঁধেছে তাতে উচ্ছ্বসিত হয়েছেন দর্শক। শোনা যাচ্ছে, পঁচিশ বছর পর এবার আসছে 'নায়কে'র সিক্যুয়েল।

Advertisement

'নায়ক' ছবিতে অনিল কাপুরের চরিত্রের নাম ছিল 'শিবাজি রাও গায়কোয়াড়'। যিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। হয়েছিলেন একদিনের মুখ্যমন্ত্রী। পালটে ফেলেছিলেন গোটা রাজ্যের ভোল। সেই ছবি ঘিরেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ইতিমধ্যেই নাকি 'নায়ক' ছবির স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর। আর এই খবর চাউর হতেই সকলে মনে করছেন এবার 'নায়কে'র সিক্যুয়েল নিয়ে আসবেন অনিল। আর সেই কারণেই এমন পদক্ষেপ করেছেন তিনি।

তবে বলিউড সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই নাকি ভাবনাচিন্তা করছেন অনিল কাপুর। এই ছবি আজও ঠিক কতটা প্রাসঙ্গিক এবং জনপ্রিয় তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই অনিল কাপুর ফের নতুন মোড়কে এই ছবিকে দর্শকের দরবারে নিয়ে আসতে চাইছেন বলেই ধারণা। তবে এই নিয়ে এখন কিছু খোলসা করেননি 'মিস্টার ইন্ডিয়া'। 'নায়ক' ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর, অমরেশ পুরী, রানি মুখোপাধ্যায়, পরেশ রাওয়াল প্রমুখ। 'নায়কে'র সিক্যুয়েল তৈরি হলে তাতে কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এখন সেটাই প্রশ্ন। তবে সেই সবটা জানতে যে এখন বেশ ধৈর্য ধরতে হবে তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঁচিশটা বছর পেরিয়েও তার এতটুকু গুরুত্ব কমেনি।
  • আর সাম্প্রতিককালে 'নায়ক' নিয়ে যে জল্পনা দানা বেঁধেছে তাতে উচ্ছ্বসিত হয়েছেন দর্শক।
  • শোনা যাচ্ছে, পঁচিশ বছর পর এবার আসছে 'নায়কে'র সিক্যুয়েল।
Advertisement