সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নারী চরিত্র বেজায় জটিল...', কিশোর কুমারের কণ্ঠে 'ওগো বধূ সুন্দরী' ছবির গানে উত্তম কুমারের অভিনয় আজও শ্রোতা-অনুরাগীদের কাছে 'হিট'। শনিবার নারী দিবসে সেকথা কিনা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মুখে! ব্যাপার কী?

আসলে ৮ মার্চ, নারী দিবস উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা করলেন টলিপাড়ার 'মির্জা'। আর সেই সিনেমার নামই 'নারী চরিত্র বেজায় জটিল'। প্রেম দিবসে অঙ্কুশ জানিয়েছিলেন তিনি নতুন ছবি নিয়ে আসছেন। এবার নারী দিবসে নারী বেষ্টিত হয়ে সেই সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন। যেখানে রুদ্রমূর্তি ঐন্দ্রিলার পায়ের কাছে কানে আঙুল দিয়ে মুখ ব্যাজার করে বসে থাকতে দেখা গেল অঙ্কুশকে। এই ছবিতে সে অবোধ ঝন্টু। মা-বোন, স্ত্রীয়ের আবদারে প্রাণ ওষ্ঠাগত তাঁর। অভিনেতার শেয়ার করা পোস্টারেই দেখা গেল, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে। বোঝাই গেল যে, এই ছবিতে তাঁরা গুরুত্বপূর্ণ সব ভূমিকায় অভিনয় করেছেন।
'নারী চরিত্র বেজায় জটিল' সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে 'মির্জা' পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত এই সিনেমা যে রম-কম ঘরানার হতে চলেছে, তার ইঙ্গিত মিলল পোস্টারেই। অ্যাকশন অবতারে ধরা দেওয়ার পর এবার আদ্যোপান্ত পারিবারিক বিনোদনমূলক সিনেমা নিয়ে আসছেন প্রযোজক-অভিনেতা অঙ্কুশ হাজরা। সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'নারীদের মন বোঝার জন্যে পুরুষদের কী দরকার- সঠিক মন? উপস্থিত বুদ্ধি? নাকি ঈশ্বরের দেওয়া কোনও শক্তি? এই কথাটা যে কতটা সঠিক, সেটা জানতে সকল নারী-পুরুষরা প্রেক্ষাগৃহে চলে আসবেন। দিনক্ষণ শীঘ্রই বলে দেওয়া হবে।' শেষ পাতে আবার প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন অঙ্কুশ- 'দেখা যাক আপনারা কার দলে?'