shono
Advertisement

Breaking News

Ankush Oindrila

অঙ্কুশের ঠোঁটে ঠোঁট ঐন্দ্রিলার, হাড়কাঁপানো শীতেও বন্য প্রেমের গল্প বুনলেন তারকাজুটি

নতুন গানেই উত্তেজনার পারদ চড়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
Published By: Sandipta BhanjaPosted: 09:43 PM Jan 05, 2026Updated: 09:43 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। তার প্রাক্কালেই নতুন গান 'শোনো গো দখিনা হাওয়া'য় বন্য প্রেমের গল্প বুনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যে গানের মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল ভক্তমহলে। বিদেশের চোখধাঁধানো লোকেশনে সমুদ্র সৈকতে স্বল্পবসনা নায়িকা। রোম্যান্সের রোদ গায়ে মেখে ভাসলেন বন্য প্রেমের আমেজে। কখনও ঠোঁটে ঠোঁট। কখনও বা পাগলপারা প্রেমিক। সিনেমার নতুন গানেই উত্তেজনার পারদ চড়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Advertisement

ক্যামেরার সামনে সম্ভবত এই প্রথমবার খুল্লমখুল্লা চুমু খেলেন টলিপাড়ার তারকাজুটি। আর সেই দৃশ্য নিয়েই তোলপাড় ভক্তমহল। পুরনো গানকে নতুন মোড়কে এনে ততোধিক চমকে দিয়েছেন সোমলতা এবং দুর্নিবার। কমেডির মোড়কে তৈরি ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে যে রোম্যান্সও রয়েছে, এই গানই তার প্রমাণ।

এই সিনেমার হাত ধরেই বছরের প্রথম রিলিজ অঙ্কুশ-ঐন্দ্রিলার। অঙ্কুশ জানিয়েছেন অনেকদিন পর এরকম কমার্শিয়াল ঘরানার ছবি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা টের পাচ্ছেন। ছবির টিজার, ট্রেলার এবং গান জনপ্রিয় হয়েছে। যার নেপথ্যে কোনওরকম ‘বুস্টিং’ নেই। অর্গানিকালি মানুষের ভালোবাসা পেয়েছে। অভিনেতা বলছেন, ‘হয়তো কনসেপ্টটা মানুষের ভালো লাগছে বলে সংযোগ অনুভব করছে। তাই মানুষের এমন প্রতিক্রিয়া।’ এবার রোম্যান্টিক গানে চুম্বকের মতো দর্শক টানলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’।
  • তার প্রাক্কালেই নতুন গান 'শোনো গো দখিনা হাওয়া'য় বন্য প্রেমের গল্প বুনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
Advertisement