shono
Advertisement
Anupam Kher at Cannes 2025

সত্তরে কান ডেবিউ অনুপম খেরের, বললেন, 'হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেও স্বপ্ন পূরণ হয়'

৭০ বছর বয়সে কান ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছে কোন বার্তা দিলেন অনুপম খের?
Published By: Sandipta BhanjaPosted: 12:55 PM May 16, 2025Updated: 12:57 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ইংরেজি মিডিয়ামে পড়াশোনা না করলে সন্তানের ভবিষ্যতের ভিত সঠিকভাবে গড়ে উঠবে না', এমন ধ্যানধারণা নিয়ে বরাবরই তর্ক-বিতর্ক বিপুল। নেটভুবনেও নানা মুনির নানা মত। তবে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে অন্য কথা শোনালেন অনুপম খের। নিজের উদাহরণ দিয়ে বললেন, "হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেও স্বপ্ন পূরণ হয়।"

Advertisement

চলতি বছর ভারত-পাক উত্তপ্ত আবহে কানের রেড কার্পেটে ভারতীয় তারকাদের দ্যুতি তুলনামূলক ম্লান। যদিও রং-বাহারি সাজপোশাকে 'টক অফ দ্য টাউন' উর্বশী রাউতেলা। এদিকে হেয়ারস্টাইলিংয়ে স্বর্ণযুগের নায়িকা মধুবালা, বৈজয়ন্তীবালা, ওয়াহিদা রহমান থেকে শুরু করে রেখা-শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নজর কেড়েছেন 'লাপাতা লেডিজ'-এর ফুলকুমারী নীতাংশী গোয়েল। ভারতীয় বিনোদুনিয়ার নবীন প্রজন্মের সদস্যদের পাশাপাশি কান-এর কার্পেটে হাজির সত্তরের অনুপম খের। পরনে কালো কোর্ট-প্যান্ট-বো। লাল গালিচায় দাঁড়িয়ে পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা। 'তানভি দ্য গ্রেট' ছবিটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউয়ের সুযোগ পেলেন অনুপম। শুধু তাই নয়, কান-এর রেড কার্পেটে হেঁটে নিজের শিকড়ের জয়গানও গাইলেন।

ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল তিনি আইকনিক প্রেক্ষাগৃহ 'টু প্রসিকিউটর'-এর গর্ভগৃহে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি বললেন, "আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি। আর এই কথাটা সবার কাছে বলে বেড়াই। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কী? সেটা বড় কথা নয়। নিজের শিকড়কে আঁকড়ে রেখেও স্বপ্নপূরণ করা যায় কিংবা জীবনে সাফল্যের মুখ দেখা যায়। এটাই আসল কথা।" আগামী ১৭ মে কানের অলিম্পিয়া ২ থিয়েটারে দেখানো হবে অনুপম খের অভিনীত 'তানভি দ্য গ্রেট'। তার প্রাক্কালেই ফ্রেঞ্চ রিভেরাঁয় পৌঁছে সত্তর বছর বয়সি বলিউড অভিনেতার মন্তব্য, "সৎভাবে কঠোর পরিশ্রম করলে আর ইতিবাচক মনোভাব থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে অন্য কথা শোনালেন অনুপম খের।
  • নিজের উদাহরণ দিয়ে বললেন, "হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেও স্বপ্ন পূরণ হয়।"
  • 'তানভি দ্য গ্রেট' ছবিটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউয়ের সুযোগ পেলেন অনুপম।
Advertisement