shono
Advertisement
Loho Gouranger Naam Re

ছোটপর্দার দুই মুখেই ভরসা সৃজিতের, 'লহ গৌরাঙ্গের নাম রে'তে কোন ভূমিকায় দেখা যাবে?

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ছবির শুটিং শুরু হবে বলেই খবর।
Published By: Arani BhattacharyaPosted: 08:15 PM Jun 03, 2025Updated: 08:15 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির বিভিন্ন চরিত্রের একের পর এক লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক মহলে নানারকমের প্রতিক্রিয়া মিলছে। ছোটপর্দার একঝাঁক মুখ রয়েছে এই ছবিতে। 'বিষ্ণুপ্রিয়া' ও 'লক্ষ্মীপ্রিয়া'র চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার দুই মুখ। রয়েছেন যথাক্রমে অলোকানন্দা গুহ ও আরাত্রিকা মাইতি।

Advertisement

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লক্ষ্মীপ্রিয়া রূপে আরাত্রিকার লুক। ছোটপর্দার 'রাই' ধারাবাহিক থেকে কয়েকদিনের বিরতি নিয়ে শুটিং সারবেন বলে জানা গিয়েছিল। ছবিতে তাঁর লুক সোশাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দর্শকের দরবারে। প্রথমে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দর্শনা বণিকের। কিন্তু ডেট নিয়ে অসুবিধা হওয়ার ফলে পরে এই চরিত্রের জন্য ডাক পান আরাত্রিকা। সৃজিতের ছবিতে কাজের এই সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেত্রী। তাই ছোটপর্দায় নতুন এপিসোডের চাপ সামলে তিনি ঠিক এই ছবির জন্য সময় বের করে নিয়েছেন।

এই ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অলোকানন্দা গুহ। সূত্রের খবর, ছ'বছর আগে তাঁর কাছে নাকি এই চরিত্রের অফার এসেছিল। সেইসময় টেলিভিশনে 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে কাজ করছিলেন অলোকানন্দা। সেই সময় ওই ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। সেইসময় নাকি তাঁকে বলা হয়েছিল যে এই ছবির কাজটি হলে তাঁকেই সংশ্লিষ্ট চরিত্রে নেওয়া হবে। সৃজিতের ছবিতে কাজ করতে পেরে অলোকানন্দাও বেশ খুশি। শোনা যাচ্ছে, তাঁর লুক চূড়ান্ত না হলেও তা নিয়ে মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এই ছবির চরিত্রদের রূপটানের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু।

চলতি বছরে দোলের দিন নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-র ঘোষণা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ছবির শুটিং শুরু হবে বলেই খবর। কলকাতার পাশাপাশি রথের সময়ে পুরীতেও এই ছবির শুটিং হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শোনা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকাশ্যে এসেছে লক্ষ্মীপ্রিয়া রূপে আরাত্রিকার লুক। ছোটপর্দার 'রাই' ধারাবাহিক থেকে কয়েকদিনের বিরতি নিয়ে শুটিং সারবেন বলে জানা গিয়েছিল।
  • বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অলোকানন্দা গুহ। সূত্রের খবর ছ'বছর আগে তাঁর কাছে নাকি এই চরিত্রের অফার এসেছিল।
  • জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ছবির শুটিং শুরু হবে বলেই খবর।
Advertisement