shono
Advertisement
Arbaaz Khan- Sshura khan

৫৭-তে ফের বাবা হচ্ছেন আরবাজ, ঘরে কবে আসছে নতুন সদস্য?

কবে সন্তান ভূমিষ্ঠ হবে, তা জানাননি তাঁরা। 
Published By: Arani BhattacharyaPosted: 04:14 PM Jun 11, 2025Updated: 04:38 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল আরবাজ খান ও সুরা খানকে। সুরার (Sshura Khan) স্পষ্ট বেবিবাম্প দেখা গেলেও এতদিন সন্তান আসার খবর নিয়ে মুখ খোলেননি দম্পতি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন আরবাজ (Arbaaz Khan)। সন্তানসুখ উপভোগ করার জন্য কোনও নির্দিষ্ট বয়স যে হয় না, তা বুঝিয়ে দিয়েছেন ৫৭ বছর বয়সি আরবাজ। 

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন, "ঘরে নতুন সদস্য আসছে। একথা সত্যি। তার আসার খবরে আমরা সত্যিই ভীষণ খুশি। আমাদের দু'জনের জীবনেরই এটা দারুণ একটা সময়। দ্বিতীয়বার বাবা হতে চলেছি। আমি সত্যিই খুব আনন্দিত জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য। নতুন করে আবারও দায়িত্ব নেওয়ার সুখানুভূতি উপভোগ করব।"

ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ উনিশ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন আরবাজ। তাঁদের একটি সন্তানও রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। সুরা খানের সঙ্গে বিয়ে হয় অভিনেতার। বেশ কিছুদিন ধরেই আরবাজ-সুরা ছবি শিকারিদের ক্যামেরায় বন্দি হচ্ছেন। সেখানে সুরার স্ফীতোদর দেখেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল যে তিনি সন্তানসম্ভবা। তবে তা নিয়ে এর আগে মুখ না খুললেও এবার নতুন অতিথি ঘরে আসার খবরে সিলমোহর দিলেন আরবাজ ও সুরা। তবে কবে সন্তান ভূমিষ্ঠ হবে, তা জানাননি তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুরার স্পষ্ট বেবিবাম্প দেখা গেলেও এতদিন সন্তান আসার খবর নিয়ে মুখ খোলেননি দম্পতি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন আরবাজ।
  • সন্তানসুখ উপভোগ করার জন্য কোনও নির্দিষ্ট বয়স যে হয় না, তা বুঝিয়ে দিয়েছেন ৫৭ বছর বয়সি আরবাজ। 
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন, "ঘরে নতুন সদস্য আসছে। একথা সত্যি। তার আসার খবরে আমরা সত্যিই ভীষণ খুশি।"
Advertisement