সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা, প্রযোজনা সংস্থা, শুটিং, শত কাজের মাঝেও সুগৃহিণীর মতো সংসার সামলান আলিয়া ভাট। যেমন মা-বোনের সঙ্গে সময় কাটান, তেমন শ্বশুরবাড়ির সঙ্গেও অভিনেত্রীর সখ্যতা দারুণ। দুই বাড়িতেই সমান দায়িত্ব পালন করেন আলিয়া। এযাবৎকাল কাপুরদের পারিবারিক উৎসব-অনুষ্ঠানে অন্তত তেমনটাই দেখা গিয়েছে। তবে এবার শ্বশুরবাড়ির 'ফিল্মি নৈশভোজে' বউমার অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন।
নেটফ্লিক্সের নতুন শো 'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এর পয়লা ঝলকে জামাই সইফ আলি খানকে দেখা গেলেও শ্বশুরবাড়ির নৈশভোজে গরহাজির আলিয়া। সেই নৈশভোজের অনুষ্ঠানে পরিবারের গুরুজন রণধীর কাপুর, রিমা জৈন, নীতু কাপুরদের পাশাপাশি হাজির ছিলেন করিশ্মা-করিনা, রিধিমা-রণবীর, এমনকী আরমান জৈনও। কিন্তু এহেন তারকাখচিত নৈশ আসরে কেন ব্রাত্য বাড়ির বউমা? 'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এর ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কানাঘুষো, কাপুর পরিবারের সঙ্গে নাকি বউমার দূরত্ব বেড়েছে! সত্যিই কি তাই? গুঞ্জনের পালে হাওয়া লাগতেই সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুললেন রণবীর কাপুরের তুতোভাই আরমান জৈন।
বউদি আলিয়া ভাটের অনুপস্থিতি নিয়ে আরমান জৈনের মন্তব্য, "আমার কথাটা খানিক ফিল্মি শোনাতে পারে। কিন্তু আমাদের দাদু রাজ কাপুর বলেছিলেন, কাজই হচ্ছে আসল পুজো।" আসলে কাজের জন্যই এদিন কাপুরদের পারিবারিক নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি আলিয়া। রণবীরের তুতোভাই জানান, দীর্ঘদিন আগে থেকেই আলিয়ার শুটিং শিডিউল ঠিক ছিল। সেজন্যই তিনি এদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
প্রসঙ্গত, এযাবৎকাল কাপুরদের বাড়ির অনুষ্ঠানে একাধিকবার বউমা আলিয়া ভাটের উপস্থিতি নজর কেড়েছে। কখনও ছুটির দিনে কাজের অবসরে মুম্বইয়ের রেস্তরাঁয় পারিবারিক মধ্যহ্নভোজে, আবার কখনও বা দেওরের বিয়েতে কর্তব্যে অবিচল বউদি হিসেবে, সব ভূমিকাতেই সমানে লড়ে যাওয়া আলিয়া ভাট এইজন্যই কাপুর পরিবারের সকলের নয়নমণি। এবার বউদির হয়ে মুখ খুললেন রণবীরের তুতোভাই আরমান জৈন।
