shono
Advertisement
Delhi

দিল্লিতে 'অপারেশন আঘাত'! রাতভর তল্লাশিতে গ্রেপ্তার ২৮৫, উদ্ধার বহু অস্ত্র ও মাদক

নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় অভিযান রাজধানীতে।
Published By: Biswadip DeyPosted: 09:53 AM Dec 27, 2025Updated: 10:03 AM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। গ্রেপ্তার ২৮৫ জন। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে। 'অপারেশন আঘাত ৩.০' নামের এই অভিযানের উদ্দেশ্যই ছিল সংঘবদ্ধ অপরাধীদের পাশাপাশি বারবার আইন ভঙ্গকারীদের দমন করা।

Advertisement

পুলিশ জানিয়েছে, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া আইন-সহ বিভিন্ন ধারায় ২৮৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, দাগী অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে ১১৬ জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। এবং সেই অভিযান চলাকালীন পুলিশ পাঁচজন গাড়ি চোরকেও গ্রেপ্তার করেছে।

অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি-সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টার ইঙ্গিত হিসেবেই একে দেখা হচ্ছে। পাশাপাশি বহু চুরি যাওয়া সম্পত্তিও উদ্ধারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে ৩১০টি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই অভিযানকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। আগামিদিনের চুরি-ছিনতাই জাতীয় অপরাধ দমনে এই অপারেশন বড় ভূমিকা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement