সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র তাঁর আসা-যাওয়া। তিনি অভিনেতা আরিয়ান ভৌমিক। সম্প্রতি টেলিভিশনের পর্দায় 'ভিডিও বউমা' ধারাবাহিকে পথ চলা শেষে এবার নাকি বড়পর্দায় ফিরছেন অভিনেতা। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
এর আগে বড়পর্দায় 'সন্তু' হয়ে দর্শকের মনোরঞ্জন করেছেন আরিয়ান। এছাড়াও বহু ছবিতে তাঁকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে এর আগে। এবারও নতুন ধরনের চরিত্রেই তাঁকে দেখা যাবে বলে আশা তাঁর অনুরাগীদের। শোনা যাচ্ছে, আরিয়ানের নতুন ছবির নাম 'অস্তরাগ'। এই ছবিতে টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধবেন নাকি আরিয়ান।
শ্রীমা ও আরিয়ান। ছবি: ইনস্টাগ্রাম
কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় চলছে ছবির শুটিং। যদিও এই ছবির গল্প থেকে চরিত্র সেসব নিয়ে একেবারেই মুখ খুলতে চান না এই মুহূর্তে আরিয়ান। এখানেই শেষ নয়, এছাড়াও নাকি একগুচ্ছ বাংলা ছবির কাজ রয়েছে এই মুহূর্তে তাঁর কাছে। পাশাপাশি নতুন বছরে ভরা শীতে মুক্তি পাবে 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হীরে'। এই ছবির হাত ধরেই দর্শক আরও এক পর্দায় আরিয়ানকে পেতে চলেছেন 'সন্তু'চরিত্রে।
