shono
Advertisement
Ashish Vidyarthi

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ, পথ দুর্ঘটনায় আহত সস্ত্রীক আশিস বিদ্যার্থী

উলটোদিক থেকে দ্রুত গতিতে আসা মোটরবাইকে আচমকাই ধাক্কা মারে তাঁদের।
Published By: Arani BhattacharyaPosted: 03:30 PM Jan 03, 2026Updated: 04:47 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই পথ দুর্ঘটনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা তথা ব্লগার আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। শুক্রবার মধ্যরাতে গুয়াহাটির গীতানগরে, জু রোডে হঠাৎই পথ দুর্ঘটনার শিকার হন তাঁরা।

Advertisement

শোনা যাচ্ছে, এদিন অভিনেতা ও তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া নৈশ্যভোজ সারতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে বেরিয়ে দু'জনে রাস্তা পার হতে গিয়েই ঘটে বিপত্তি। শনিবার সকালে এই ঘটনা নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তার কথা জানতে পেরে সোশাল মিডিয়ায় একটি ভিডিও করে অভিনেতা জানান এই মুহূর্তে তাঁরা কেমন আছেন। অভিনেতা বলেন, "আমি আর রূপালি এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন। তাই আপনাদের জানানো খুব প্রয়োজন। আমি একেবারে বহাল তবিয়তে রয়েছি। রূপালি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি। তিনি এখন আগের থেকে ভালো আছেন। তাঁর জ্ঞান ফিরেছে।"

 

এই ঘটনায় শুধুমাত্র আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রীই নন আহত হন ওই বাইক চালকও। তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজে তড়িঘড়ি ভর্তি করা হয়। শুরু হয় তাঁর চিকিৎসা। উলটোদিক থেকে দ্রুত গতিতে আসা মোটরবাইকে আচমকাই ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে পৌঁছয় গীতানগর থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই পথ দুর্ঘটনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা তথা ব্লগার আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া।
  • শুক্রবার মধ্যরাতে গুয়াহাটির গীতানগরে, জু রোডে হঠাৎই পথ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
  • শোনা যাচ্ছে, এদিন অভিনেতা ও তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া নৈশ্যভোজ সারতে গিয়েছিলেন।
Advertisement