shono
Advertisement
Jayjit-Shreya

জল্পনাই সত্যি, দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার, ডিভোর্সের খবরে সিলমোহর অভিনেতার

বছর শুরুতেই সামনে এল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের খবর।
Published By: Arani BhattacharyaPosted: 07:31 PM Jan 04, 2026Updated: 07:31 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের অন্দরে ফিসফাস চলছিলই এবার তাতে সিলমোহর পড়ল। বছর শুরুতেই সামনে এল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের খবর। বহুদিন ধরেই জয়জিৎ ও তাঁর স্ত্রী শ্রেয়ার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে এই নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। রবিবার ফের সেই চর্চাই জোরাল হয়। জানা যায়, সত্যিই বিবাহবিচ্ছেদ হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। 

Advertisement

এদিন এই খবর প্রকাশ্যে আসতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তিনি। তবে তার থেকে বেশি কিছু বলেননি তিনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরেই। বিগত দু'বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তাঁরা। তবে কাদা ছোড়াছুঁড়ি করতে একেবারেই দেখা যায়নি দম্পতিকে। কেউ কারও বিরুদ্ধে কোন অভিযোগও আনেননি।

বারবার টলিউডে দম্পতির বিচ্ছেদ জল্পনা দানা বাঁধলেও ব্যক্তিগত জীবনকে সন্তর্পণে সকলের থেকে আলাদা রেখেছেন তাঁরা। বিচ্ছেদের সঠিক কী কারণ সেই নিয়েও কিছু বলেননি দু'জনের কেউই। শ্রেয়া ও জয়জিতের রয়েছে এক পুত্রসন্তান, যশোজিৎ। ছেলে এখন কলেজপড়ুয়া। শোনা যাচ্ছে, অভিনেতা-বাবা জয়জিতের সঙ্গেই নাকি থাকবেন যশোজিৎ। এই বিচ্ছেদের আঁচ যাতে ছেলের গায়ে না পড়ে তা নিয়ে সর্বদা সতর্ক থেকেছেন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুদিন ধরেই জয়জিৎ ও তাঁর স্ত্রী শ্রেয়ার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে।
  • তবে এই নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। রবিবার ফের সেই চর্চাই জোরাল হয়।
  • জানা যায়, সত্যিই বিবাহবিচ্ছেদ হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। 
Advertisement