shono
Advertisement
Prantika Das

'রুহ বাবা'র সঙ্গে বলিউডে পা, নতুন বছরে ফের হিন্দি ছবিতে বঙ্গতনয়া প্রান্তিকা, এবার হিরো কে?

হরর-কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে বঙ্গকন্যাকে।
Published By: Arani BhattacharyaPosted: 03:49 PM Jan 03, 2026Updated: 04:07 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভুলভুলাইয়া ৩' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল বঙ্গকন্যা প্রান্তিক দাসের। 'রুহ বাবা' অর্থাৎ কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি। কেরিয়ারের প্রথম দিকেই এমন সুযোগ তাঁর অভিনয়জীবনে এক মাইলফলক তা বলাই বাহুল্য। এবার নতুন বছরের শুরুতেই ফের চমক দিলেন প্রান্তিকা। আবারও বলিউডে অভিনয়ের সুযোগ এসেছে অভিনেত্রীর। নতুন বছরে সেই খবর দিয়ে একপ্রকার সারপ্রাইজই দিয়েছেন তিনি। এবার হরর-কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে বঙ্গকন্যাকে।

Advertisement

'ভুলভুলাইয়া ৩' ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করলেও এবার মুখ্যচরিত্রে দেখা যাবে প্রান্তিকাকে। শোনা যাচ্ছে, তাঁর নতুন ছবির নাম 'জোর'। তিন বন্ধুর গল্প বলবে এই ছবি। আর সেই তিন বন্ধুর একজনই হলেন প্রান্তিকা। ফের বলিউডে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা বলছেন, "হিন্দি ছবিতে কাজ করতে সব সময়ই ভালো লাগে। অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায়। সারা দেশের মানুষের কাছে নিজের কাজ দেখানোর একটা সুযোগ থাকে। 'জোর' আমার কাছে খুব স্পেশাল। আমার চরিত্রের নাম 'সরস্বতী'। এই চরিত্রটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং।"

কেমন প্রান্তিকার এই চরিত্র? এই নিয়ে প্রান্তিকা বলছেন, "সরস্বতীর উচ্চাকাঙ্ক্ষা প্রবল। সে তার আকাঙ্ক্ষা পূরণ করতে সব কিছু করতে রাজি। অনেক দূর অবধি সে যেতে পারে। এক্ষেত্রে সে কাজে লাগায় তার রূপ-সৌন্দর্যকে। তিন বন্ধুর গল্প এটা। ভয়,মজা,গান,অ্যাকশন সবই আছে। প্রচুর ভিএফক্সও আছে। খুব মজা করে আমরা শুটিং করেছি। যেহেতু এটা হরর-কমেডি ঘরানার ছবি তাই বেশ কয়েকটা ভয়ের দৃশ্য আছে। সত্যি সত্যি ভয় পেয়েছিলাম শুটিং করতে গিয়ে। সব মিলিয়ে আশা করছি 'জোর' মানুষের ভাল লাগবে।" প্রান্তিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন জয় সেনগুপ্ত। আগামী ১৬ জানুয়ারি মুক্তি পাবে 'জোর'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ভুলভুলাইয়া ৩' ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করলেও এবার মুখ্যচরিত্রে দেখা যাবে প্রান্তিকাকে।
  • শোনা যাচ্ছে, তাঁর নতুন ছবির নাম 'জোর'। তিন বন্ধুর গল্প বলবে এই ছবি।
  • আর সেই তিন বন্ধুর একজনই হলেন প্রান্তিকা।
Advertisement