সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্সরের কাঁচির ভয় সব ছবিরই থাকে। তাবড় তাবড় সিনেমা এর থেকে নিস্তার পায়নি। তা সে শাহরুখ খানের 'জওয়ান' হোক বা অক্ষয় কুমারের 'OMG 2'। সেন্সর কর্তাদের কথা মেনে কিছু না কিছু বদল তো এই ছবিতেও করতে হয়েছে। তবে বাংলা ছবি 'মনপতঙ্গ' নগ্ন দৃশ্য নিয়েই সেন্সরের ছাড়পত্র পেয়েছে।
ছবি: ফেসবুক
জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘কালকক্ষ’র পরিচালক জুটি রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় তৈরি 'মনপতঙ্গ'। প্রেম করে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণী। শহরের চাকচিক্য তাঁদের মুগ্ধ করে। অত্যাধুনিক শোরুমে দেখতে পায় এক সুন্দর চেয়ার। চরম দারিদ্রে থেকেও সেই চেয়ার একদিন কেনার স্বপ্ন দেখে। প্রেমের উপহার হিসেবে। কিন্তু এই স্বপ্ন কি পূরণ হবে? নাকি সমাজের কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে তা ভেঙে চুরমার হয়ে যাবে? প্রশ্নের উত্তর সিনেমা হলেই পাওয়া যাবে।
[আরও পড়ুন: স্বপ্নপূরণের গল্পে সেরা জাহ্নবী, নেপথ্যে রাজকুমার, কেমন হল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’?]
জানা গিয়েছে, আনকাট ছবিই মুক্তি পাবে সিনেমা হলে। গল্পের প্রয়োজনেই নগ্ন দৃশ্য রয়েছে, জানিয়েছিলেন ছবির প্রযোজনা সংস্থা অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে তিনি কোনওভাবেই রাজি ছিলেন না। প্রয়োজনে 'A' সার্টিফিকেট দিয়েও আনকাট ছবি রিলিজ করতে রাজি ছিলেন তিনি।
তবে ছাড়পত্র পেতে কোনও সমস্যা হয়নি বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অঞ্জন বসু। তিনি জানান, ছবির কোনও দৃশ্য নিয়ে বোর্ডের সমস্যা নেই। শুধু কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি উঠেছে। যা ছবিতে রাখাও যায়, আবার বাদও দেওয়া যায়। ফলে সে বিষয়ে তাঁরা বিশেষ মাথা ঘামাচ্ছেন না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল 'মনপতঙ্গ'র। তবে এবারে শোনা যাচ্ছে, পুজোতেই সিনেমা হলে আসতে পারে শর্মিষ্ঠা-রাজদীপের ছবি। ছবিতে অভিনয় করেছেন শুভঙ্কর মহন্ত, বৈশাখী রায়, সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, তন্বিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ।
