shono
Advertisement
Phonibabu Viral

গ্রামের মানুষ ভার্চুয়াল স্টার, রাতারাতি ভাইরাল 'ফণীবাবু' বলবে কোন গল্প?

ফণীবাবুর চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রোশনি ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখোপাধ্যায়, দীপাণ্বিতা নাথ প্রমুখ।
Published By: Arani BhattacharyaPosted: 10:02 PM Jan 16, 2026Updated: 10:02 PM Jan 16, 2026

অভিনেতা রাজু মজুমদার এবার পরিচালকের আসনে। অসংখ্য বাংলা ছবিতে তিনি কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ‘প্রেম আমার’, ‘হিরোগিরি’। তাঁর প্রথম সিনেমার গল্প ও চিত্রনাট্য নিজেই লিখেছেন। ছবির নাম ‘ফণীবাবু ভাইরাল’। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শুটিং।

Advertisement

গল্পের প্রেক্ষাপট বর্তমান সময়ের একটি গ্রাম। এই গ্রামের এক বৃদ্ধ মানুষ ফণীবাবু। সুন্দরী স্ত্রী, পরিবার, প্রতিবেশীদের নিয়েই তার জীবন। যিনি একসময় সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছেন হাসিমুখে, তিনি এখন বয়সের কারণে পরিবারের বোঝা হয়ে গেছেন। আর পাঁচটা গ্রামের মতো এই গ্রামটিও মোবাইল ফোন এবং প্রযুক্তি আগ্রাসনে এখন। এমন সময়েই একটা ঘটনার সূত্রে ফণী ঘোষ ভাইরাল হয়ে যান। কী ভাবে এবং ভাইরাল হওয়ার পর তার জীবনে কী ঘটে তাই নিয়েই ছবিটি। মজার গল্প নিঃসন্দেহে।

ফণীবাবুর চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রোশনি ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখোপাধ্যায়, দীপাণ্বিতা নাথ প্রমুখ। ছবির গানের সুর করেছেন সমিধ মুখোপাধ্যায় ও দেবদীপ মুখোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে সুদীপ্ত মজুমদার। পরিচালক রাজু জানিয়েছেন, লকডাউনের ফাঁকা সময়ে লেখালিখির চর্চা করতে করতেই এই সিনেমার ভাবনা তাঁর মাথায় আসে। মোবাইল হাতে সকলেই ভাইরাল হতে চায়, অর্থাৎ স্টার হওয়ার স্বপ্ন দেখে। হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া মানুষের আশপাশের অবস্থা নিয়েই এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement