shono
Advertisement
Kiara Advani-Sidharth Malhotra

সিদ্ধার্থের জন্মদিনে আদুরে 'উইশ'! কন্যার কথা উল্লেখ করে কী জানালেন কিয়ারা?

এদিন সিদ্ধার্থের ছবি-সহ তাঁর ঘরোয়া জন্মদিনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে সিদ্ধার্থের উদ্দেশ্যে কিয়ারা লেখেন, ' সারায়ার সবথেকে প্রিয় মানুষ, সর্বোপরি সবদিক থেকে একজন ভালো মানুষ তুমি।
Published By: Arani BhattacharyaPosted: 10:08 PM Jan 16, 2026Updated: 10:08 PM Jan 16, 2026

তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, ১৬ জানুয়ারি 'শেরশাহ' অভিনেতার জন্মদিন। তবে এই বছরের জন্মদিনটা অন্য আর পাঁচটা জন্মদিনের থেকে আলাদা। কারণ গত জুলাই মাসে বাবা হওয়ার পর থেকে অভিনেতার জীবনটা আমূল বদলে গিয়েছে। এদিন অভিনেতা স্বামীকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্ট করেন অভিনেত্রী-স্ত্রী কিয়ারা আডবানি। মেয়ের কথা উল্লেখ করে কী জানালেন কিয়ারা?

Advertisement

এদিন সিদ্ধার্থের ছবি-সহ তাঁর ঘরোয়া জন্মদিনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে সিদ্ধার্থের উদ্দেশ্যে কিয়ারা লেখেন, ' সারায়ার সবথেকে প্রিয় মানুষ, সর্বোপরি সবদিক থেকে একজন ভালো মানুষ তুমি। এখনও তোমাকে দেখে রোজ তোমার প্রেমে পড়ি। আর এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের পরিবারের ছোট সদস্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা।" কিয়ারার ওই পোস্টে সিদ্ধার্থকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউডের অনেকেই। এদিন সিদ্ধার্থের জন্মদিনের কেকের ছবিও একইসঙ্গে ভাগ করে নিয়েছেন কিয়ারা। তাতে লেখা 'সারায়ার বাবার জন্য'। আরও লেখা 'ড্যাডি কুল'। 'পেরেন্টহুডে'র এই স্বাদ সিদ্ধার্থ ও কিয়ারা যে চেটেপুটে উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য।

 

২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই সেলেব কাপল। গত জুলাই মাসে জীবনের নতুন ইনিংস শুরু করেন। ঘর আলো করে আসে কন্যাসন্তান। অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। তবে ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। সম্প্রতি যশের ছবিতে প্রকাশ্যে এসেছে কিয়ারার চোখ ধাঁধানো লুক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement