shono
Advertisement

Breaking News

Jeet

'খাকি'তে জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? খোলসা করলেন রাহুল

কোন রহস্য লুকিয়ে রয়েছে রাহুলের কথায়?
Published By: Manasi NathPosted: 03:42 PM Mar 23, 2025Updated: 03:42 PM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা রাহুল দেব বোসের সময়টা এককথায় দারুণ ভালো যাচ্ছে। একদিকে জাতীয় স্তরের বিজ্ঞাপনের কাজ। আরেকদিকে ওয়েব সিরিজ 'খাকি'র হাত ধরে বলিউডে পা রাখা। একই সঙ্গে চলছে ছোটপর্দায় 'দুগ্গামণি ও বাঘমামা' ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয়। আর এইসবই ঘটেছে মার্চ মাসে। এক মাসের মধ্যে এত কিছু ভালোর স্বাদ পেয়ে কার্যত হাওয়ায় ভাসছেন অভিনেতা।

Advertisement

গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জিৎ-প্রসেনজিৎ-শাশ্বত- চিত্রাঙ্গদা সিং অভিনীত 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'। মুক্তির পর থেকেই এই সিরিজ নিয়ে চর্চা তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে সিরিজটি। এই সিরিজেই জিতের সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ রাহুল। এবার অভিনেতা নিজেই নিজের সোশাল মিডিয়ায় জিতের ছায়ায় কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন। এক লম্বা পোস্টে সেই গল্পই বলেছেন অভিনেতা।

এপ্রসঙ্গে রাহুলের বক্তব্য, "আমার এই ছোট্ট কেরিয়ারে বেশ কয়েকজন তাবড় ব্যক্তিত্বের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে। তার মধ্যে জিৎদা অন্যতম। আপনারা সকলেই তাঁকে একজন সুপারস্টার, একজন আইকন, এমনকি একজন ট্রেলব্লেজার হিসাবে জানেন। তবে দর্শকের মনে তিনি কেন রাজত্ব করছেন তা জানতে গেলে মানুষ জিৎদা সম্পর্কে জানা দরকার।" এই কথার রেশ ধরেই অভিনেতা লিখেছেন, "সুপারস্টার হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে এক অকৃত্রিম উষ্ণতা রয়েছে। তিনি যাদের সঙ্গে কাজ করেন তাদের প্রত্যেককে স্বীকৃতি দেন। প্রিমিয়ারের দিন একজন তরুণ অভিনেতা হিসাবে আমার জিৎদার সঙ্গে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। আমার নার্ভাসনেস কাটাতে তিনিই আমাকে সাহায্য করেন। বলে ওঠেন- তোমাকে খুব সুন্দর লাগছে। আবার কাজের বাইরে প্রোমোশনে দেখা হলেই জানতে চেয়েছেন- ভালো আছো তো?' রাহুলের লেখা প্রতিটি শব্দে জিতের প্রতি মুগ্ধতা ঝরে পড়েছে।"

শেষে অভিনেতা যোগ করেছেন, "জিৎদা প্রকৃত অর্থেই দর্শকের মনের চ্যাম্পিয়ন। তাঁর সঙ্গে এখনও পর্যন্ত এটাই আমার প্রথম কাজ , এবং এই কাজটা আমার সারা জীবন মনে থাকবে।" এমনকি ভবিষ্যতে জিতের মতো হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তরুণ অভিনেতা রাহুল দেব বোস। তাছাড়া 'খাকি'র মতো সিরিজে অভিনয় করাটা রাহুলের কেরিয়ারে যে বাড়তি অক্সিজেন জোগাবে সে আশা করাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়েব সিরিজ 'খাকি'র হাত ধরে বলিউডে পা রেখেছেন রাহুল দেব বোস।
  • এই সিরিজে জিতের সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ রাহুল।
  • ভবিষ্যতে জিতের মতো হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তরুণ অভিনেতা রাহুল।
Advertisement