shono
Advertisement

ইসকনের উলটো রথে বনি-কৌশানী, ছেঁড়া জিনস পরে রথে চড়ায় কটাক্ষের শিকার নায়িকা!

'জয় জগন্নাথ', রথে চড়ে কী করলেন তারকাজুটি?
Published By: Sandipta BhanjaPosted: 04:40 PM Jul 05, 2025Updated: 04:40 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানী। রিল লাইফের পাশাপাশি তাঁদের 'রিয়েল লাইফ' সমীকরণও দর্শক-অনুরাগীদের কাছে বরাবর সমাদৃত। সম্প্রতি সম্পর্কের দশ বছর পূর্তিতে স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে উদযাপনে মেতেছিলেন। এবার উলটো রথের দিনে ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন তারকাজুটি।

Advertisement

কৌশানী মুখোপাধ্যায় বরাবর ঈশ্বরে বিশ্বাসী। নিয়ম করে ফি বছর নিজের বাড়িতে কালীপুজো করেন। শুধু তাই নয়, লক্ষ্মীপুজোর পাশাপাশি অন্যান্য সব উৎসব-অনুষ্ঠানও হয় পালন হয় অভিনেত্রীর বাড়িতে। শত ব্যস্ততার মাঝেও উপোস রাখেন, নিজে হাতে পুজোআর্চার কাজ করেন। তবে কৌশানী একা নন, সঙ্গে থাকেন বনি সেনগুপ্তও। এবার ইসকনের উলটো রথে দেখা গেল তারকাজুটিকে। দুজনের গলাতেই জুঁই ফুলের মালা। রথের উপর চড়ে 'জয় জগন্নাথ' ধ্বনি দিতেও শোনা যায় বনি-কৌশানীকে। তবে আপত্তি ওঠে অভিনেত্রীর পরনে পোশাক নিয়ে। আদতে দুজনেই ক্যাজুয়াল পশ্চিমী পোশাক পরেছিলেন। কিন্তু ভিডিওতে নিন্দুকদের নজর পড়ে কৌশানীর ছেঁড়া জিনসের দিকে। এরপরই অভিনেত্রীর উদ্দেশে কটুক্তি করা শুরু করেন একাংশ। উল্লেখ্য, ইসকনের উলটো রথেই আবার 'লহ গৌরঙ্গের নাম রে' টিম নিয়ে হাজির হয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও।

প্রসঙ্গত, কৌশানী মুখোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। 'বহুরূপী'র 'ঝিমলি' হোক বা 'কিলবিল সোসাইটি'র 'পূর্ণা', ডিগ্ল্যাম চরিত্রে অভিনয়ের জোরেই বাজিমাত করেছেন আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার এই হিরোইন। শুরুটা অবশ্য রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজ থেকেই হয়েছিল। তার পর চব্বিশের পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবার পঁচিশ সালের প্রথমার্ধে সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে ম্যাজিক দেখিয়েছেন! বলাই বাহুল্য, কেরিয়ারের ঝোড়ো ইনিংসে বেড়ে খেলছেন কৌশানী। অন্যদিকে বনি সেনগুপ্ত বর্তমানে ব্যস্ত উইন্ডোজ প্রযোজনা সংস্থার হরর কমেডি ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে। উপরন্তু সদ্য হিন্দি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতাকে। আবার বাংলার পাশাপাশি ওড়িয়া সিনে ইন্ডাস্ট্রিতেও ভাগ্য নির্ধারণ করতে নেমেছেন বনি সেনগুপ্ত। গুঞ্জন বলছে, চলতি বছরেই বনি-কৌশানীর সাতপাকে বাঁধা পড়ার কথা! বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে। তবে এপ্রসঙ্গে তারকাজুটি মুখ খুলতে নারাজ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উলটো রথের দিনে ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন তারকাজুটি।
  • রথের উপর চড়ে 'জয় জগন্নাথ' ধ্বনি দিতেও শোনা যায় বনি-কৌশানীকে।
  • ভিডিওতে নিন্দুকদের নজর পড়ে কৌশানীর ছেঁড়া জিনসের দিকে। এরপরই অভিনেত্রীর উদ্দেশে কটুক্তি করা শুরু করেন একাংশ।
Advertisement