shono
Advertisement
Nobel

কারাগারেই বিয়ে, মুক্তির পাঁচদিন পরই জানা গেল বাবা হতে চলেছেন নোবেল!

অভিযোগকারিণী তরুণীর সঙ্গে ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন নোবেল।
Published By: Arani BhattacharyaPosted: 03:19 PM Jun 26, 2025Updated: 04:01 PM Jun 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপহরণ ও ধর্ষণ মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল। এর আগেও বহু বিতর্কিত মামলায় নাম জড়িয়েছিল নোবেলের। এবার এই মামলায় জড়িয়ে পড়ার পর অভিযোগকারিণী তরুণীকে নিজের স্ত্রী বলেই দাবি করেন নোবেল। যদিও বিয়ের কোনও নথি দেখাতে পারেননি তিনি। এরপর অভিযোগকারিণীকে বিয়ে করার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী কারাগার কর্তৃপক্ষ কারাগারেই বিয়ের আয়োজন করেন। সেইমতো অভিযোগকারিণী তরুণীর সঙ্গে ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন নোবেল।

Advertisement

এবার কারাগারে বিয়ে মেটার পর জানা যাচ্ছে তাঁরা নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশি গায়ক নোবেল নাকি বাবা হতে চলেছেন। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর কারাগার চত্বরেই নাকি বেশ কিছুক্ষণ সময় কাটান নতুন স্ত্রীর সঙ্গে। যদিও সন্তান আসার জল্পনায় সিলমোহর দেননি নোবেল।

এর আগেও একাধিকবার গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে। টেকেনি আগের বিয়েও। অতীতে তাঁর জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মাধ্যমে দুই বাংলার জনপ্রিয়তা তৈরি হলেও তা এখন মূলত নেতিবাচক নোবেলের ক্ষেত্রে। নোবেল গত মে মাস থেকে জেলবন্দি। অভিযোগ এমনই ছিল যে, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক নোবেল। এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনে রেকর্ড করে লাগাতার ভয় দেখিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ফলে কারাবন্দি তিনি। সেখানেও নিজের পেশাকেই আঁকড়ে রয়েছেন নোবেল। যদিও ওই অভিযোগকারিণী তরুণীই এখন নোবেলঘরনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযোগকারিণী তরুণীর সঙ্গে ১৯জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন নোবেল। এবার কারাগারে বিয়ে মেটার পর জানা যাচ্ছে তাঁরা নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নোবেল।
  • বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর বাংলাদেশি গায়ক নোবেল নাকি বাবা হতে চলেছেন।
  • এর আগেও একাধিকবার গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে। টেকেনি আগের বিয়েও।
Advertisement