shono
Advertisement

Breaking News

Deepika Padukone Allu Arjun

অ্যাটলি-আল্লুর ৮০০ কোটির ছবিতে 'সামুরাই' দীপিকা! 'যোদ্ধা'র জন্মদিনেই ফাঁস লুক

ভাইরাল 'মস্তানি'র মেগাবাজেট লুক!
Published By: Sandipta BhanjaPosted: 08:01 PM Jan 05, 2026Updated: 08:05 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে দক্ষিণীকন্যা দীপিকা পাড়ুকোন নাকি দাক্ষিণাত্যভূমের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোণঠাসা হয়েছিলেন! দুই মেগাবাজেট সিনেমা নাগ অশ্বীনের 'কল্কি' এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' থেকে বাদ পড়ার পর এমন গুঞ্জনেই তোলপাড় হয়েছিল সিনেদুনিয়া। কিন্তু কোথায় কি? নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে আরও বড় বাজেটের সিনেমায় সই করে ফেলেছেন দীপিকা। গতবছর জুন মাসেই শোনা গিয়েছিল, 'জওয়ান'-এর পর ফের পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। যে সিনেমায় দীপিকার সঙ্গী হবেন 'পুষ্পা' আল্লু অর্জুন। এবার নায়িকার জন্মদিনে সেই সিনেমা থেকেই ছড়িয়ে পড়ল 'মস্তানি'র মেগাবাজেট লুক।

Advertisement

'AA22XA6' নামে ৮০০ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি করতে চলেছেন 'জওয়ান' খ্যাত অ্যাটলি। যে ছবিতে পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। আর সেই সিনেমাতেই আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা। ঘোষণার পর থেকেই নায়িকার লুক এবং চরিত্র কেমন হবে? জানার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। জন্মদিনে অবশেষে অপেক্ষার অবসান। জানা গিয়েছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনা করবে ডাকসাইটে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এই পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার লোগো দেওয়া একটি পেজ থেকেই ফাঁস হয়ে যায় দীপিকার 'AA22XA6' লুক। যেখানে 'সব্যসাচী'র মতো দু'হাতে তলোয়ারধারী দীপিকা পাড়ুকোনকে দেখা গেল যোদ্ধা বেশে। কিন্তু এই পোস্টার আদতে অনুরাগীদের কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে! তবে খবর, অ্যাটলি, আল্লু অর্জুনের এই সিনেমায় একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন দীপিকা, যেমন বেশে এর আগে কখনও তাঁকে সিনেপর্দায় দেখেননি দর্শক। অতঃপর সোমবার অভিনেত্রীর জন্মদিনে এহেন 'সামুরাই' লুক দেখে ভক্তদের উন্মাদনার পারদ আরও উর্ধ্বমুখী হয়েছে।

উল্লেখ্য, এর আগে বনশালির ফ্রেমে বাজিরাওয়ের 'মস্তানি'কে যোদ্ধাবেশে তরবারি চালাতে দেখা গিয়েছিল। সেই অ্যাকশন সিকোয়েন্সের দারুণ প্রশংসা করেছিলেন সিনেসমালোচকরা। এবার অ্যাটলির 'AA22XA6' ছবিতেও যদি এহেন 'সামুরাই' বেশে দীপিকাকে দেখা যায়, সেটা যে দর্শক-অনুরাদীদের জন্য বড় পাওনা হবে, তা বলাই বাহুল্য। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট ছবির জন্য সলমন খানের কাছে প্রস্তাব যায়। তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে চলে যায় আল্লু অর্জুনের কাছে। সিনেমার বিষয়বস্তু দেখে তড়িঘড়ি সবুজ সংকেত দেন 'পুষ্পা ২' তারকাও। গতবছরই জোরকদমে প্রি প্রোডাকশনের কাজের কথা শোনা গিয়েছিল।

Deepika's first look for AA22XA6?
byu/Previous-Second3286 inkollywood

বলিউড মাধ্যম সূত্রে খবর, বর্তমানে অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত এক বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement