shono
Advertisement
Aamir Khan

হঠাৎই ভেঙে ফেলা হল আমির খানের ৪০ বছরের অ্যাপার্টমেন্ট! ব্যাপারটা কী?

অভিজাত পালি হিলে অবস্থিত ওই দুটি বিলাসবহুল আবাসনের ৯টিই আমিরের।
Published By: Biswadip DeyPosted: 04:35 PM Dec 06, 2024Updated: 04:35 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ভেঙে ফেলা হল আমির খানের মুম্বইয়ের অভিজাত পালি হিলের অ্যাপার্টমেন্ট। আসলে বলিউড তারকা সিদ্ধান্ত নিয়েছেন, এটি নতুন করে নির্মাণের। তিনি যে এমনটা করতে চলেছেন, তা গত বছর থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে শুরু হল কাজ।

Advertisement

মুম্বইয়ের অভিজাত অঞ্চল পালি হিল। সেখানেই বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি বিলাসবহুল আবাসনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টিই আমিরের। জানা যাচ্ছে, সেগুলি নবনির্মাণ করা হবে। এই পুরো বিষয়টির সঙ্গেই আমির যুক্ত রয়েছেন। তিনি এবং আরও যাঁদের এখানে ফ্ল্যাট রয়েছে তাঁরা এবার ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি এলাকা পাবেন বসবাসের জন্য। খরচ পড়বে প্রতি বর্গ ফুটে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা। ওই অ্যাপার্টমেন্টগুলি চল্লিশ বছরের পুরনো। এখানে গোড়া থেকেই থাকেন আমির ও তাঁর পরিবার। এবার সিদ্ধান্ত, সেগুলি ভেঙে ফেলে নতুন করে তৈরি করার। জানা যাচ্ছে, প্রথমে বাকি আবাসিকদের ততটা উৎসাহ না থাকলেও পরে সকলেই রাজি হয়ে যান বলিউড তারকার প্রস্তাবে।

প্রসঙ্গত, আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'লাল সিং চাড্ডা'। সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ২০২৩ সালে 'লাপাতা লেডিজ' ছবিটি প্রযোজনা করেছিলেন আমির। যদিও ছবিতে তিনি অভিনয় করেননি। এই মুহূর্তে আমির ব্যস্ত 'তারে জমিন পর'-এর সিকোয়েল 'সিতারে জমিন পর'-এর কাজে। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সাল নাগাদ। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি 'চ্যাম্পিয়নস' অবলম্বনে তৈরি হবে ছবিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকাই ভেঙে ফেলা হল আমির খানের মুম্বইয়ের অভিজাত পালি হিলের অ্যাপার্টমেন্ট।
  • আসলে বলিউড তারকা সিদ্ধান্ত নিয়েছেন, এটি নতুন করে নির্মাণের।
  • তিনি যে এমনটা করতে চলেছেন, তা গত বছর থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে শুরু হল কাজ।
Advertisement