shono
Advertisement
Dev-Subhashree

পুজোর বক্স অফিস মহারণে জিততে 'বড় স্ট্র্যাটেজি' দেব-শুভশ্রীর, রিলিজের ১০ মাস আগেই শুরু অগ্রিম বুকিং

বাংলা সিনেমার স্বার্থে মহাউদ্যোগ। 'দেশু ৭'-এর গল্প কীরকম? সোমের লাইভে বোমা ফাটালেন দেব-শুভশ্রী।
Published By: Sandipta BhanjaPosted: 03:59 PM Jan 19, 2026Updated: 04:27 PM Jan 19, 2026

২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি 'তুরুপের তাস' হতে চলেছে, সেটা বছরের দ্বিতীয় দিনে ঘোষণার পর থেকেই অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদই বলে দেয়। রবিবাসরীয় সকালেই আগাম জানিয়েছিলেন যে, বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। আর সোমদুপুরে প্রতিশ্রুতিমাফিক শুধু ফেসবুক লাইভে এলেনই না, বরং এসে চিরাচরিত দেশু স্টাইলে বড় খবর দিলেন। যে ম্যাজিকের সাক্ষী আজ পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে কোনও সিনেইন্ডাস্ট্রিই করে দেখাতে পারেনি!

Advertisement

দেব-শুভশ্রী পাশাপাশি বসে জানালেন, এইপ্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। সেটা কীরকম? এখানেই 'দেশু ৭'-এর ক্ষেত্রে বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দুই প্রযোজক-অভিনেতা (দেব-শুভশ্রী)। আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি জানিয়ে দিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অর্থাৎ সোমবার বেলা ৩টে থেকেই অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এহেন 'বিরল উদাহরণ' স্থাপনের নেপথ্যে কী কারণ? নিজেরাই খোলসা করলেন দেব-শুভশ্রী। তাঁদের কথায়, আজ থেকে 'দেশু ৭'-এর অগ্রিম বুকিং শুরু হচ্ছে। এটা বাংলা সিনেমার উদযাপনের স্বার্থেই। যা আগে কখনও কোনও সিনেইন্ডাস্ট্রিতে হয়নি। ২ হাজার টিকিট বুক মাই শোতে পাবেন। দর্শকদের অনন্য অভিজ্ঞতা দিতেই গোল্ড টিকিটের আয়োজন করা হয়েছে। সমগ্র দেশের সিনেইন্ডাস্ট্রিগুলির কাছে আমরা এমন উদাহরণ তুলে ধরতে চাইছি যে, বাংলা সিনেমা, বাংলা সিনেমার দর্শকও পারেন। যাঁরা আমাদের বাঁচিয়ে রেখেছেন। সিঙ্গল স্ক্রিন হল মালিকদেরও কুর্নিশ জানাতে এই সিদ্ধান্ত। এখানেই শেষ নয়। পিকচার অভি বাকি হ্যায়!

দেব জানালেন, "যাঁরা আজ-কালের মধ্যে টিকিট কাটবেন, তাদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকবে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে।" ইন্ডাস্ট্রিতে দেবের কুড়ি বছরপূর্তিতে আপাতত ২০টি সিনেমাহলকেই বেছে নেওয়া হয়েছে এই ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের জন্য। এবার প্রশ্ন, দেব-শুভশ্রীর 'জাবরা ফ্যান'দের আসল কৌতুহল কি মিটল? 'দেশু ৭' সিনেমার টাইটেল কী, গল্পটাই বা কীরকম? জানার জন্য চাতক পাখির দশা হয়েছিল তাঁদের। এবার লাইভে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন তাঁরা। যদিও সিনেমার নাম কিংবা কাস্টিং প্রকাশ্যে আনেননি, তবে শুভশ্রী ইঙ্গিত দিলেন, "একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।" আরেক ধাপ এগিয়ে দেবের মন্তব্য, "রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে। তবে সিনেমার টাইটেল ঠিক হয়নি। পয়লা বৈশাখে পুরো কাস্টিং-সহকারে সবটা জানাব।" আসলে 'ধূমকেতু'তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেকথা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে, বলে জানালেন অভিনেতা-প্রযোজক। আর যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে, আগাম সে ইঙ্গিতও দিল দেশু জুটি। এবার শুধু পুজোর বক্স অফিসে ঝাঁপিয়ে পড়ার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement