shono
Advertisement
Mardaani 3

'আমার মর্দানি, পর্দাতেও আগুন ধরিয়ে দাও...', উর্দিধারী রানিকে স্যালুট শাহরুখের

'মর্দানি ৩'র জন্য বন্ধু রানি মুখোপাধ্যায়কে শুভেচ্ছা শাহরুখ খানের।
Published By: Sandipta BhanjaPosted: 11:23 AM Jan 31, 2026Updated: 03:41 PM Jan 31, 2026

কাজলের পাশাপাশি শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারের অন্যতম 'হিট নায়িকা' রানি মুখোপাধ্যায়। একসময় বলিউডের পর্দায় শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে। পরবর্তীতে 'চলতে চলতে', 'বীর-জারা', 'কভি আলবিদা না কহেনা'র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের 'কভি খুশি কভি গম' ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা 'কিং'-এও সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে রানিকে! গতবছর একমঞ্চে জাতীয় পুরস্কারও হাতে তুলেছেন তাঁরা। শাহরুখ-রানির অন স্ক্রিনের এহেন বন্ধুত্বই সময়ের সঙ্গে অফ স্ক্রিনে আরও গাঢ় হয়েছে। এবার বন্ধু রানি মুখোধ্যায়কে নতুন সিনেমার শুভেচ্ছা জানাতে গিয়ে 'মর্দানি' বলে সম্বোধন করলেন কিং খান।

Advertisement

৩০ জানুয়ারি, শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে 'মর্দানি ৩' (Mardaani 3)। খাঁকি উর্দিতে এবার নারীপাচার চক্রের রহস্য ফাঁস করবেন অভিনেত্রী। যে দেশে পূজিতা নারীশক্তি, সেই মাটিতেই নারীর অবমাননা? কেরিয়ারের তিন দশক পূর্তিতে এহেন প্রশ্ন তুলেই 'মর্দানি ৩' আনলেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় কাঁপন ধরিয়েছেন বলিউডের প্রকৃত 'ক্যুইন'। বলিউড তারকারাও 'মর্দানি'র দাপট দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমন আবহেই 'মর্দানি ৩' ছবির জন্য 'টিনা'কে শুভেচ্ছা জানালেন 'রাহুল' শাহরুখ খান।

শাহরুখ-রানি, ছবি- এক্স হ্যান্ডেল

এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, "আমার রানি 'মর্দানি'কে একেবারে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে, বাস্তবের মতোই ছবিতেও তুমি তেজস্বী, শক্তিশালী ও সহানুভূতিশীলতার প্রতিমূর্তি হিসেবে ধরা দেবে।" কিং কানের এহেন শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই ভাইরাল নেটভুবনে। বক্স অফিসেও যেন বাস্তবের মতোই আগুন জ্বালতে পারেন রানি, সেই শুভকামনাই জানিয়েছেন কিং খানে।

হাইভোল্টেজ অ্যাকশনে ‘মর্দানি ৩’ সিনেমার ট্রেলারেই পুরুষতান্ত্রিক পুলিশি ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন খাকি উর্দিধারী রানি। বর্তমানে বলিউডের পর্দায় যেখানে ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা, সেখানে ‘মর্দানি়’ সিক্যুয়েলে ইতিমধ্যেই দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজির ভূমিকায় লাইমলাইট কেড়েছেন রানি। অ্যাকশনে যে শুধু পুরুষরাই সিদ্ধহস্ত- সেই ধারণা ভেঙে রানি বুঝিয়ে দিলেন- যারা রাঁধে, চুল বাঁধে, তারাও মারপিটের মারপ্যাঁচ জানে। আর সেই প্রেক্ষিতেই 'মর্দানি' বন্ধুকে স্যালুট শাহরুখ খানের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement