সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর মরশুমে বলিউডকে ধোপে টিকতে দেয়নি বাংলা সিনেইন্ডাস্ট্রি। তিনটে তিনটে বাংলা ছবির রিলিজে প্রেক্ষাগৃহ উপচে পড়েছিল দর্শকদের ভিড়। 'টেক্কা', 'বহুরূপী'র (Bohurupi) দাপটে আলিয়া ভাটের 'জিগরা' হোক কিংবা রাজকুমার রাওয়ের 'ভিকি অউর বিদ্যা' বাংলার বক্স অফিসে তেমন আশার আলো দেখতে পারেনি। পিচে একচেটিয়া ব্যাটিং করে গিয়েছে বাংলা সিনেমা। তবে এবার মরশুম বদলের পালা। সামনেই দিওয়ালি। আর প্রতিবছর এইসময়ে বলিউডের 'ধামাকা' উপহার থাকে। এবারও রিলিজ করছে দুই বিগ বাজেট হিন্দি সিনেমা- 'ভুলভুলাইয়া ৩' (Bhool Bhulaiya 3) এবং 'সিংহম এগেইন' (Singham Again)।
দিওয়ালির বক্স অফিসে (Diwali 2024 Box Office) দুই বিগ বাজেট সিনেমার ধাক্কায় কি এবার বাংলায় দশ কোটির গণ্ডি ছোঁয়া 'বহুরূপী'র ব্যবসা মার খাবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। হালের হাঁড়ির খবর নিয়ে জানা গেল, 'ভুলভুলাইয়া ৩' এবং 'সিংহম এগেইন'-এর জন্য তিন সপ্তাহ দাপিয়ে রাজত্ব করা 'বহুরূপী'র শোয়ের সংখ্যা এবার কমতে চলেছে। কারণ দুটি বলিউড সিনেমাতেই তাক লাগানো স্টার কাস্ট। একে, রোহিত শেট্টির মারকাটারি অ্যাকশনের 'পুলিশি ব্রহ্মাণ্ড'। অভিনয়ে কে নেই? বলিউডের তাবড় সব নাম। অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, অক্ষয় কুমার, অর্জুন কাপুর-সহ আরও অনেকে। উপরন্তু, চুলবুল পাণ্ডের ভূমিকায় সলমন খানের স্পেশাল এন্ট্রি। একফ্রেমে পর্দায় এত তারকা সমাহারের লোভ সংবরণ করা দর্শকদের পক্ষে অসম্ভব। অন্যদিকে, 'ভুলভুলাইয়া ৩' সিনেমার বিশেষ আকর্ষণ মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন- দুই মঞ্জুলিকা রহস্য। সঙ্গী 'রুহ বাবা' কার্তিক আরিয়ান তো রয়েইছেন। এই সিনেমাতেই আবার বিশেষ চরিত্রে দেখা যাবে বাংলার কাঞ্চন মল্লিককে।
শোনা যাচ্ছে, ডাকসাইটে স্টারস্টাডেড দুই বলিউডি ছবির জন্যই এবার 'বহুরূপী'র বিজয়রথের গতি বক্স অফিসে অনেকটা কমবে। প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্তর সাফ কথা, দিনে ৬টি শোয়ের ৩টি করে শো দুটো হিন্দি ছবিকে দিলে যে লাভ হবে, সেই লভ্যাংশ 'বহুরূপী' একা দিতে পারলে সবকটা শো-ই উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে দেওয়া হত। স্বাভাবিকভাবেই হল মালিকদের নিজেদের ক্যাশবাক্সের কথাও ভাবতে হবে। তাই শর্ত মেনেই দিওয়ালিতে দুটো বিগ বাজেট বলিউড সিনেমা প্রিয়াতে চলবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে নবীনা সিনেমা হলের কর্ণধার নবীন চৌখানি বরাবর বাংলা ছবির পাশে থেকে হিন্দি প্রযোজনা সংস্থাগুলির 'নো শো পলিসি'র দাদাগিরিতে মাথা নোয়াননি। গতবছর পুজোতেও নবীনা হলে ২৪ ঘণ্টা বাংলা সিনেমা চালিয়ে নজির গড়েছিলেন তিনি। এবারও সেরকমই সুর তাঁর গলায়। নবীন চৌখানি জানিয়েছেন, 'বহুরূপী'র শো সংখ্যা কমলেও বন্ধ হবে না। কারণ তিন সপ্তাহ ধরে এই সিনেমা ব্যবসা দিয়ে এসেছে। আর বিগ বাজেট হিন্দি সিনেমা দেখানোর মূল শর্ত- সবকটা শো তাদের দিয়ে দেওয়া। অন্য কোনও সিনেমা চালানো যাবে না। সেই শর্তে কোনওদিন রাজি হননি। তবে এবারের বিষয়টি আলোচনা সাপেক্ষ। 'বহুরূপী'র শো সংখ্যা কতটা কমবে? বুধবার সেই দৃশ্য আরও পরিষ্কার হবে। এবং সেক্ষেত্রে যে ব্যবসার গতি কমবে, তা বলাই বাহুল্য। তবে উইন্ডোজ খুব একটা ভাবিত নয় এই বিষয়ে!