সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তি বাড়িয়ে চিন, পাকিস্তানের মতো প্রতিপক্ষকে শায়েস্তা করতে তৈরি হচ্ছে 'আত্মনির্ভর ভারত'। এবার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি)। এর ফল শক্তি বাড়বে স্থল, নৌ, বায়ুসেনা তিন বাহিনীর।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার, ২৯ ডিসেম্বরে বৈঠক ছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির। সেখানে গোলোন্দাজ বাহিনীর জন্য লয়েটার যুদ্ধাস্ত্র ব্যবস্থা (Loiter Munition System), হালকা ওজনের রাডার, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের (MRLS) জন্য দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য গোলাবারুদ, এছাড়াও ড্রোন শনাক্তকারী ইন্ডিগ্রেটেড ড্রোন ডিটেকশন কেনার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। যাবতীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনতে মোট ব্যয় হবে ৭৯ হাজার কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক বছরে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রক ‘ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক’ (এলপিডি), ৩০ এমএম নেভাল সারফেস গান (স্বয়ংক্রিয় ছোট কামান), উন্নত হালকা টর্পেডো, ‘ইলেক্ট্রো-অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম’ এবং ৭৬ এমএম ‘সুপার র্যাপিড গান’-এর জন্য উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট গোলা’ও কিনবে। সব রকম ভাবে বাহিনীকে তৈরি রাখাই উদ্দেশ্য।
