shono
Advertisement
Ed Sheeran

বেঙ্গালুরুর ফুটপাতে গান গেয়ে বিপাকে এড শিরান, আচমকাই পুলিশ বন্ধ করল স্ট্রিট শো

বেঙ্গালুরুর ফুটপাতে গান গাইছিলেন ব্রিটিশ পপস্টার, 'রণে ভঙ্গ' দিল পুলিশ!
Published By: Sandipta BhanjaPosted: 03:33 PM Feb 09, 2025Updated: 03:33 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিউজিক্যাল ট্যুর নিয়ে সদ্য ভারতে পা রেখেছেন এড শিরান (Ed Sheeran)। পুনে, হায়দরাবাদ, চেন্নাইয়ের পর এবার বেঙ্গালুরু। ভারত সফরে এসে মোট ৬টি শহরে কনসার্ট করার কথা ব্রিটিশ পপস্টার। এবার বেঙ্গালুরুতে শো করার প্রাক্কালে বিপাকে পড়তে হল তাঁকে। রবিবাসরীয় আমেজে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান ধরেছিলেন এড শিরান। ব্রিটিশ পপস্টারকে এহেন খোলামেলা মেজাজে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমাতে শুরু করেন শ্রোতা-অনুরাগীরা। তবে মাঝপথেই ছন্দপতন! রণে ভঙ্গ দিয়ে এড শিরানের স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ।

Advertisement

সোশাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল সেই ভিডিও। যেখানে দেখা গেল, খোশমেজাজে ফুটপাতে রাখা মাইকের সামনে এসে সকলকে অভিবাদন জানিয়ে গান ধরেন এড শিরান। রবিবার, ছুটির আমেজ। পথচলতিরাও ঢিলে মেজাজে। কোনও কর্মব্যবস্তা নেই। ব্রিটিশ পপস্টারের গান শুনে ভিড় জমাতে শুরু করেন অনেকে। সবে মিনিট খানেক হয়েছে। তড়িঘড়ি পুলিশ এসে মাইক এবং সাউন্ড সিস্টেমের তার খুলে দেয়। ঘটনায় হতচকিত হয়ে যান এড শিরান। আসলে বিদেশের রাস্তায় যেভাবে স্ট্রিট পারফরম্যান্স করতে পারেন তারকারা, ভারতে তার খুব একটা চল নেই। উপরন্তু তারকাদের নিরাপত্তার বিষয়টিও নজরে রাখতে হয়। যে কোনও সময়ে অনভিপ্রেত কোনও ঘটনা ঘটলে তার দায় গিয়ে পড়বে পুলিশের কাঁধেই। সম্ভবত সেই কারণেই এড শিরানের স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। অনেকে পুলিশের নৈতিক দায়িত্ববোধকে বাহবা দিলেও একাংশ আবার রে রে করে উঠেছেন। তাঁদের মন্তব্য, 'এহেন আপ্যায়ণ পেলে আন্তর্জাতিক কোনও শিল্পী আর ভারতে কনসার্ট করতে আসবেন না।' কারও মন্তব্য, 'পারফরম্যান্স বন্ধ না করে শিল্পীর নিরাপত্তায় নজর রাখলে ভালো হত।' কেউ বলছেন, 'এটা ভীষণ অপমানজনক। এত বড়মাপের একজন স্টারের সঙ্গে এহেন আচরণ!' সবমিলিয়ে এড শিরানের স্ট্রিট পারফরম্যান্সের সেই ভিডিও আপাতত চর্চার শিরোনামে।

এড শিরানের 'পাখির চোখ' এখন ভারত। গত বছরের মার্চ মাসেই মুম্বইয়ে এসে ব্রিটিশ পপস্টার জানিয়েছিলেন, "ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সবথেকে বড় বাজার।" খুব একটা ভুল বলেননি ব্রিটিশ পপস্টার। কারণ তাঁর ইন্ডিয়া কনসার্টের ২৮ হাজার টাকার টিকিট সব নিমেষের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। অতিমারী উত্তরপর্বে ভারতে তেমন কনসার্ট বছর তিনেক হয়নি। তবে চব্বিশ সাল থেকেই দেশি-বিদেশি শিল্পীদের কনসার্টের রমরমা এদেশে। ব্রায়ান অ্যাডামস, ডুয়া লিপারা যেমন ভারতের মেট্রো সিটি কাঁপিয়েছেন, তেমনই ‘দেশি পুত্তর’ দিলজিৎ দোসাঞ্ঝ, বঙ্গসন্তান অরিজিৎ সিংও মিউজিক্যাল ট্যুর করেছেন। শীতকালীন জলসা জমে উঠেছে দেশজুড়ে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল কুড়ি হাজার থেকে ত্রিশ হাজারের টিকিট বিকোচ্ছে রমরমিয়ে। নিমেষ শেষ হয়ে যাচ্ছে কনসার্টের সমস্ত টিকিট। সেটা সিনে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হলে বক্স অফিস বছরভর চাঙ্গা থাকত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় আমেজে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান ধরেছিলেন এড শিরান।
  • ব্রিটিশ পপস্টারকে এহেন খোলামেলা মেজাজে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমাতে শুরু করেন শ্রোতা-অনুরাগীরা।
  • রণে ভঙ্গ দিয়ে এড শিরানের স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ।
Advertisement