shono
Advertisement
Emraan Hashmi

৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি ছবির প্রিমিয়ার! ইতিহাস গড়ল ইমরানের 'গ্রাউন্ড জিরো'

'গ্রাউন্ড জিরো'তে এক বিএসএফ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি।
Published By: Manasi NathPosted: 06:51 PM Apr 19, 2025Updated: 07:00 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির গড়ল ইমরান হাশমি অভিনীত 'গ্রাউন্ড জিরো' ছবিটি। এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটির প্রিমিয়ার হয়ে গেল ১৮ এপ্রিল শ্রীনগরে। যেখানে রাজনৈতিক ও পরিস্থিতিগত কারণে সারাবছরই চাপানউতোর চলতে থাকে, সেখানে মানুষের বিনোদনের জন্য আইনক্স চালু করে ইতিহাস গড়েছিল আঞ্চলিক প্রশাসন। এবার আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হল উপত্যকার মানুষ। ৩৮ বছর পর কোনও হিন্দি ছবির প্রিমিয়ার হল কাশ্মীরে। একঝাঁক বিএসএফ জওয়ানের উপস্থিতিতে দেখানো হল 'গ্রাউন্ড জিরো' ছবিটি। বিনোদন জগৎ ও কাশ্মীর একযোগে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। 

Advertisement

অ্যাকশন থ্রিলার ঘরানার 'গ্রাউন্ড জিরো' ছবিটি জম্মু-কাশ্মীরের প্রেক্ষাপটে এক বিএফএস জওয়ান নরেন্দ্রনাথ ধর দুবের জীবনের কাহিনি নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০১ সালে ভারতীয় সংসদভবন হামলা ও ২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলায় অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। ২০০৫ সালে তিনি কীর্তিচক্রে সম্মানিত হন। এবার সেই বিএফএফ অফিসারের দেশাত্মবোধের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন ইমরান।

তেজস দেওস্কর পরিচালিত এই ছবিতে প্রথমবার কোনও সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। বলাই যায় নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নয়া অবতারে এই ছবিতে হাজির হয়েছেন অভিনেতা। শুক্রবার শ্রীনগরে প্রিমিয়ারে হাজির ছিল ছবির গোটা টিম। সেখানেই ইমরান বিষয়টিকে 'আবেগপূর্ণ' এবং 'প্রতীকী' হিসাবে বর্ণনা করেন। ইমরান বলেন, "আমার কাছে এটা একটা বড় দিন। ৩৮ বছর পর শ্রীনগরে রেড কার্পেটে কোন হিন্দি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।" এদিন আইনক্সে প্রিমিয়ারে ছবির টিমের সঙ্গে হাজির হয়ে ছবিটি দেখেছেন সীমান্তরক্ষী বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীর বীরত্বগাথা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ছবির ট্রেলারে ইমরানের লুক ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সাঁই তামহানকর। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে 'গ্রাউন্ড জিরো'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির গড়ল ইমরান হাশমি অভিনীত 'গ্রাউন্ড জিরো' ছবিটি।
  • এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটির প্রিমিয়ার হয়ে গেল গতকাল, ১৮ এপ্রিল শুক্রবার শ্রীনগরে।
  • একঝাঁক বিএসএফ জওয়ানের উপস্থিতিতে দেখানো হল ছবিটি। বিনোদন জগৎ ও কাশ্মীর একযোগে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। 
Advertisement