shono
Advertisement
Nusrat Jahan

পরীক্ষা শুরু, নুসরতের আশীর্বাদ চাইল পড়ুয়া, কী জবাব অভিনেত্রীর?

অনুরাগীর বার্তা নুসরতই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
Published By: Suparna MajumderPosted: 01:03 PM Dec 08, 2024Updated: 01:03 PM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পরীক্ষা। এমন মন দিয়ে পড়াশোনা করার সময়। তাই অনলাইনে আসার খুব বেশি সুযোগ নেই। যেটুকু সময় পাওয়া গিয়েছিল তাতেই প্রিয় নায়িকাকে বার্তা অনুরাগীর। পরীক্ষা যাতে ভালোভাবে হয়, তার জন্য নুসরত জাহানের কাছে আশীর্বাদ চাইল পড়ুয়া।

Advertisement

শনিবার অনুরাগীর বার্তা ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে শেয়ার করেন। তাতে লেখা, 'নুসরতদি, আমার সিবিএসই বোর্ডস পরীক্ষার জন্য সিলেকশন টেস্ট শুরু হয়ে গিয়েছে... তাই এত অনলাইনে আসতে পারছি না। আমি খুব খুশি হব যদি তুমি আমাকে একটু আশীর্বাদ কর... আমার প্রণাম নিও।'

পড়ুয়ার এই বার্তা নুসরতের ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়। অভিনেত্রী যাতে পরীক্ষার্থীতে শুভেচ্ছা জানান, সেই অনুরোধও করা হয়। পরীক্ষার্থী ও অনুরাগীদের এই আবদার রাখেন নুসরত। পোস্টের একেবারে নিচে লেখেন, 'গুড লাক।' একটি ইমোজিও দিয়েছেন নায়িকা।

এবারের লক্ষ্মীপুজোর দিন বড় চমক দিয়েছিলেন যশ-নুসরত। নিজেদের নতুন ছবি ‘আড়ি’র ঘোষণা করেছিলেন তাঁরা। ‘সেন্টিমেন্টাল’ ছবি থেকেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন নুসরত-যশ। সেই ব্যানারেই এই নতুন ছবি তৈরি করা হচ্ছে। ডিসেম্বর মাসেই ‘আড়ি’র শুটিং শুরু করতে চলেছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তাঁর আগে তিরুপতি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন তারকা জুটি।

পুজোর দিন নুসরতের পরনে ছিল ঐতিহ্যবাহী সোনালি পাড়ের দক্ষিণী শাড়ি। সিঁথিতে সিঁদুর। সেই সঙ্গে মানানসই দক্ষিণী ধাঁচের গয়নায় সেজেছিলেন নুসরত। অন্যদিকে যশ দাশগুপ্তকেও দেখা যায় দক্ষিণী স্টাইলে সাদা ধুতি-পাঞ্জাবি পরনে। গলায় উত্তরীয়ও ছিল। আর হাতে ছিল ‘আড়ি’ ছবির চিত্রনাট্য। আগামী বছরের পয়লা বৈশাখে নতুন এই ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরীক্ষা যাতে ভালোভাবে হয়, তার জন্য নুসরত জাহানের কাছে আশীর্বাদ চাইল পড়ুয়া।
  • অনুরাগীর বার্তা ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে শেয়ার করেন নুসরত। তাতে লেখেন, 'গুড লাক।'
Advertisement